কুমিল্লায় মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

ছোটরা মালেকা মমতাজ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। ছবি: স্টার

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলবে। 

সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে কয়েকজন ভোটার আছেন। তাছাড়া বিভিন্ন প্রার্থীর সমর্থকদের ভোটকেন্দ্রের বাইরে দেখা গেছে।

কুমিল্লায় মেয়র পদের উপনির্বাচনে আওয়ামী লীগের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা হলেন তাহসীন বাহার ও নূর উর রহমান মাহমুদ (তানিম)। এর মধ্যে তাহসীন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন। তাহসীনকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় সমর্থন দেওয়া হয়েছে। আরেক প্রার্থী নূর উর রহমান কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা। নূর উর রহমান ভোট করছেন হাতি প্রতীকে। তাহসীনের প্রতীক বাস। 

অন্যদিকে বিএনপি থেকে বহিষ্কৃত কুমিল্লা সিটির সাবেক মেয়র মো. মনিরুল হক ও মোহাম্মদ নিজাম উদ্দিন (কায়সার) এবারও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনিরুল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আর নিজাম কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। মনিরুল হক 'টেবিলঘড়ি' ও নিজামউদ্দিন 'ঘোড়া' প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুমিল্লা সিটি করপোরেশনে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আরফানুল হক রিফাত মারা যাওয়ার পর এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Comments

The Daily Star  | English

CA terms trade deal with US ‘a decisive diplomatic victory’

"Our negotiators have demonstrated remarkable strategic skill,” said Yunus

2h ago