ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ ঋণখেলাপি মামলার আসামির বিরুদ্ধে

স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদী শিবপুরে ঋণখেলাপি মামলার আসামির বিরুদ্ধে দুই ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে।

রোববার দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার পুঠিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বাংলাদেশ কৃষি ব্যাংক শিবপুর উপজেলার মুন্সেফেরচর শাখার ব্যবস্থাপক কাজী মোহাম্মদ যোবায়ের ও কর্মকর্তা জহিরুল ইসলাম। তাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মারধরের শিকার ব্যাংক ম্যানেজার কাজী মোহাম্মদ যোবায়ের রোববার বিকেলে শিবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত পুটিয়া গ্রামের সুমন সরকারের (৩৬) বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ ২০২২ সালে ঋণখেলাপির অভিযোগে মামলা করে এবং এ মামলায় তিনি কারাভোগও করেছেন। পরে, আদালতের মাধ্যমে ব্যাংকের বকেয়া পরিশোধ করেন।

লিখিত অভিযোগে বলা হয় যে, রোববার সকালে ঋণগ্রহিতা পুটিয়া বাজার এলাকার জলিল মিয়ার অটো পার্টস দোকান পরিদর্শনে যান ওই দুই ব্যাংক কর্মকর্তা। পৌনে ১২টার দিকে অভিযুক্ত সুমন মিয়া তাদের দেখে গালমন্দ করেন এবং একপর্যায়ে কাঠ দিয়ে তাদের মারধর করেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।

আহত ব্যাংক ম্যানেজার মোহাম্মদ যোবায়ের ডেইলি স্টারকে বলেন, 'ব্যাংকের নিয়ম অনুযায়ী, আমরা কাউকে ঋণ দেওয়ার আগে পরিদর্শনে যাই। তেমনি পুঠিয়া বাজার এলাকার জলিল মিয়ার দোকানে গেলে সুমন আমাদের মারধর করে।'

তিনি বলেন, 'সুমন ২০১৯ সালে আমাদের শাখা থেকে তিন লাখ টাকার এক বছর মেয়াদি এসএমই ঋণ নেন। কিন্তু ২০২১ সাল পর্যন্ত কোনো কিস্তিই পরিশোধ করেননি। একাধিক নোটিশ দিলেও জবাব দেননি। পরে, বাধ্য হয়ে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করে নরসিংদীর আদালতে তার বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় গ্রেপ্তার হয়ে এখন জামিনে আছেন সুমন।'

'তার সঙ্গে আমাদের কোনো পূর্বশত্রুতা নেই এবং মূলত ঋণখেলাপির মামলা করার ক্ষোভ থেকেই আমাদের ওপর হামলা করা হয়েছে', বলেন তিনি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সুমনকে ফোন করা হলেও তিনি ধরেননি।

ওসি মো. ফরিদ উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'কৃষি ব্যাংকের দুই কর্মকর্তার ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আমরা অভিযুক্ত সুমন মিয়াকে আইনের আশ্রয়ে নেওয়ার চেষ্টা করছি।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

43m ago