ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাফ জয়ী মেয়েরা
দারুণ লড়াই শেষে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধার করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল। সেই শিরোপা নিয়ে আজ সোমবার বিকেলে নেপাল থেকে দেশে ফিরেছেন মেয়েরা।
কাঠমুন্ডুতে রোববার বিকেলে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। এর আগে ২০১৭ সালে এই শিরোপা জিতেছিল মেয়েরা।
আজ সোমবার দুপুর আড়াইটায় বাংলাদেশ বিমান এয়ালাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমান বন্দরে পা রাখেন বাংলাদেশের মেয়েরা। সেখানে তাদের ফুল দিয়ে বরণ করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে।
সাফ জয়ী মেয়েদের অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন এএফসি কাউন্সিল মেম্বার, বাফুফে নির্বাহী সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম (নুরু), বাফুফের সাধারণ সম্পাদক জনাব ইমরান হোসেন তুষার এবং কমিটি ফর ওমেন্স ফুটবলের অন্যান্য সদস্যবৃন্দ।
Comments