ফতুল্লায় ঝড় তুললেন জাকের, সাব্বিরের ২ রানের আক্ষেপ

আগের ম্যাচেই ঝড়ো ব্যাটিংয়ে খেলেছিলেন ৭১ রানের দারুণ এক ইনিংস। এদিন তো আরও দুর্দান্ত সাব্বির হোসেন। এবারের আসরে নিজের প্রথম সেঞ্চুরিটা প্রায় পেয়ে গিয়েছিলেন। কিন্তু ২ রান দূরে আউট হলে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে। তার সঙ্গে দারুণ জ্বলে ওঠেন জাকের আলী অনিকও। ঝড়ো ব্যাটিংয়ে তুলে নেন ফিফটি। দায়িত্বশীল ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়ও।

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে বৃষ্টি আইনে গাজী টায়ারস ক্রিকেট একাডেমীর বিপক্ষে ১৪৬ রানের বিশাল জয় পেয়েছে আবাহনী লিমিটেড। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৩ রান করে আবাহনী। জবাবে বৃষ্টি নামার আগে ৪০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান তুলতে সমর্থ হয় গাজী টায়ারস।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা আবাহনীর ওপেনার মোহাম্মদ নাঈম শেখ এদিনও ছিলেন ব্যর্থ। ব্যক্তিগত ৭ রানে আউট হন ইকবাল হাসান ইমনের বলে। তবে অপর প্রান্তে দারুণ ব্যাটিং করেন সাব্বির। জয়ের সঙ্গে গড়েন ১৬৯ রানের দারুণ এক জুটি। তাতেই বড় পুঁজির ভিত পেয়ে যায় দলটি।

ইনিংসের ৩০তম ওভারে আউট হওয়ার আগে দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলেন সাব্বির। ৮০ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় এই রান করেন তিনি। ১০৫ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন জয়। তবে আবাহনীকে সাড়ে তিনশর কাছাকাছি রানের পুঁজি গড়তে দারুণ ভূমিকা রাখেন জাকের। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেন ৭৬ রানের ঝড়ো ইনিংস। ৪৮ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। এছাড়া ১৫ বলে ২টি করে চার ও ছক্কায় ২৯ রান করেন সাইফউদ্দিন।

জবাবে মোসাদ্দেক হোসেন সৈকতের ঘূর্ণি ও সৈয়দ খালেদ আহমেদের তোপে লড়াইটা জমাতে পারেনি গাজী টায়ারস। অধিনায়ক গাজী তাহিবুল ইসলাম ছাড়া আর কোনো ব্যাটার দায়িত্ব নিতে পারেননি। ৭৭ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৯ রান করেন আশিকুর রহমান শিবলি। আবাহনীর হয়ে ৩টি করে উইকেট নেন মোসাদ্দেক ও খালেদ।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

14m ago