জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সূচি প্রকাশ, টেস্ট সিরিজ পেছালো

জিম্বাবুয়ের বিপক্ষে মে মাসে দুই ভেন্যুতে পাঁচ টি-টোয়েন্টির সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।
bangladesh vs zimbabwe
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ টি-টোয়েন্টি আর দুই টেস্টের সিরিজ ছিলো বাংলাদেশের। টি-টোয়েন্টি খেললেও দলটির সঙ্গে টেস্ট সিরিজ এক বছর পিছিয়ে দিয়েছে বিসিবি।

জিম্বাবুয়ের বিপক্ষে মে মাসে দুই ভেন্যুতে পাঁচ টি-টোয়েন্টির সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।

৩ মে প্রথম টি-টোয়েন্টি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৫ ও ৭ মে বাকি দুই ম্যাচও একই ভেন্যুতে। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হলেও তৃতীয় ম্যাচ হবে বিকেল ৩টায়।

১০ ও ১৩ মে শেষ দুই ম্যাচ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। চতুর্থ ম্যাচ সন্ধ্যা ৬টায় হলেও শেষ ম্যাচ সকাল ১০টায়।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ হবে ২০২৫ সালে।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

3h ago