চট্টগ্রামে রাইফেল ক্লাব ভবনে আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ছবি: মো. রাজীব রায়হান/স্টার

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় রাইফেল ক্লাব ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সিএমপি কোতোয়ালি জোনের এসি অতনু চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু পুরো এলাকা প্রচণ্ড ধোঁয়ায় ঢেকে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা পরে ভ্যাকুয়াম এয়ার মেশিন ব্যবহার করে এলাকাটির ধোঁয়া পরিষ্কার করে।'

জানতে চাইলে তিনি বলেন, 'আপাতত ব্যাংকের ভল্ট ঠিক আছে বলেই মনে হচ্ছে। কিন্তু আমরা ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলব।' 

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চারতলা ভবনের নিচতলায় অবস্থিত ইউসিবি ব্যাংক রাইফেল ক্লাব শাখার অফিসে আগুনের সূত্রপাত হয়। রাইফেল ক্লাব ভবনে শতাধিক ইলেকট্রনিক্স দোকান রয়েছে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস সদর দপ্তর।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, অফিসে বাতাস চলাচলের জায়গা কম থাকায় তারা অফিসের কাঁচের দরজা ও ছাদ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago