মিশা-ডিপজল প্যানেলে আসতে পারেন মাহি, নির্বাচনের ‘ইচ্ছে নেই’ নিরবের

এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল।
মাহিয়া মাহি ও নিরব। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ঘিরে বিএফডিসি জুড়ে শুরু হয়েছে উৎসব।

ডিপজল-মিশা প্যানেলে কারা থাকছে আর নিপুন প্যানেল কারা যোগ হচ্ছে এই নিয়ে চলছে আলোচনা। যদিও নিপুণ প্যানেল থেকে সরে গিয়ে নানা শাহ, শাহনূর, ডিএ তায়েব, ফাইটার আরমান যোগ দিয়েছেন ডিপজল-মিশা প্যানেলে।

আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহিও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছেন ডিপজল-মিশা প্যানেল থেকেই।

মাহি বলেন, 'আমি যদি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিই তবে মিশা ভাইদের প্যানেল থেকেই অংশ নেব। এই প্যানেলের প্রতি আমার দুর্বলতা বেশি। আমার যে কোনো বিপদে যাদের আমি পাশে পাবো তাদেরকেই তো সবসময় সাপোর্ট করব। যখন যে সমস্যা হয়েছে মিশা ভাইদের ফোন করেছি তারা এগিয়ে এসেছেন। সেই কারণে এই প্যানেল থেকে শিল্পী সমিতির নির্বাচন করার সম্ভাবনা বেশি।'

অন্যদিকে উভয় প্যানেল থেকে ডাক পেলেও নির্বাচন করার 'ইচ্ছে নেই' বলে জানিয়েছেন চিত্রনায়ক নিরব।

নিরব বলেন, 'শিল্পী সমিতির নির্বাচনের আগে-পরে সিনেমার শুটিং, ঈদের কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকব। সেই কারণে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করার সময় পাবো না। আমাকে দুই প্যানেল থেকেই ডাকা হয়েছে। কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই।'

'আগামীকাল ১৮ মার্চ থেকে "অপারেশন জ্যাকপট" সিনেমার শুটিংয়ে মংলায় যাবো এখানে সপ্তাহখানেক থাকব। ঈদের পরেই দেশের বাইরে যাবো একটা অনুষ্ঠানে অংশ নিতে। সব মিলিয়ে নির্বাচন করতে পারবো না,' বলেন তিনি।

আক্ষেপ জানিয়ে এই চিত্রনায়ক বলেন, 'আগে মানুষজন সিনেমার খবর নিতো, এখন শিল্পী সমিতির খবর জানতে চায়। সাধারণ মানুষ ভাবে এফডিসিতে এখন আর শুটিং হয় না, নির্বাচন হয়। এইগুলা খুবই দু:খজনক।'

এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৯ এপ্রিল। সেটা পিছিয়ে ২৭ এপ্রিল করা হয়েছে। শিল্পী সমিতির নির্বাচন কমিশনার হিসেবে আছেন খোরশেদ আলম খসরু, আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago