ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, লরি চলাচল বন্ধ

ফাইল ছবি স্টার

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ঈদ-উল-ফিতরের আগে তিন দিন ও পরে তিন দিন মহাসড়কে ট্রাক, ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং জরুরি ওষুধ বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

আজ বৃহস্পতিবার সকালে বিআরটিএ ভবনে এক সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী একথা জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago