রতুরাজকে চেন্নাইর নেতৃত্ব তুলে দিলেন ধোনি

ms dhoni and ruturaj gaikwad

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, এবার আইপিএলে ভিন্ন ভূমিকায় দেখা যাবে তাকে। হচ্ছেও তাই। এবার আর অধিনায়কত্ব করছেন না কিংবদন্তি অধিনায়ক। ওপেনার রতুরাজ গায়কোয়াড়ের হাতে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন তিনি।

চেন্নাই সুপার কিংস বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ধোনির নেতৃত্ব পাওয়ার খবর দিয়েছে। এর আগে ২০২২ সালে রবীন্দ্র জাদেজার কাছে নেতৃত্ব ছেড়েছিলেন, জাদেজা ভালো না করায় ফের নেতৃত্ব নেন কিপার ব্যাটার। ২০২৩ সালে তার অধিনায়কত্বে পঞ্চম শিরোপা জেতে চেন্নাই।

বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, '২০২৪ আইপিএল শুরুর আগে এমএস ধোনি নিজেই রতুরাজকে নেতৃত্ব তুলে দিয়েছেন। ২০১৯ থেকে রতুরাজ চেন্নাইতে খেলেন, দলের অবিচ্ছেদ্য অংশ তিনি। তার দিকে চেন্নাই তাকিয়ে আছে।'

২০০৮ সালে একদম প্রথম আসর থেকে চেন্নাইর নেতৃত্বে ধোনি। মাঝে চেন্নাই দুই মৌসুম নিষিদ্ধ থাকা অবস্থায় সানরাইজার্স পুনের অধিনায়কত্ব করেন ভারতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কাপ্তান ধোনি।

এবার আইপিএলের উদ্বোধনী দিনেই ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে চেন্নাই। দলটির হয়ে খেলবেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago