টস জিতে বোলিং নিল বাংলাদেশ, নাহিদের অভিষেক

Toss
ছবি: ফিরোজ আহমেদ

আগের দিনের মেঘলা আবহাওয়া আর বৃষ্টির প্রভাব কাটিয়ে ঝলমলে রোদ উঠল সিলেটে। তাতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অভিষেক হয়েছে তরুণ গতিময় পেসার নাহিদ রানার। 

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ৯ বছর পর ঘরের মাঠে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের কোন অধিনায়ক। নাজমুল হোসেন শান্ত জানান, উইকেটে শুরুতে পেসারদের জন্য যথেষ্ট রসদ আছে, সেটা কাজে লাগাতে চান তারা। টস জিতলে একই পথে হাঁটত বলে জানায় শ্রীলঙ্কাও। 

সিলেটের উইকেটে ঘাস থাকায় দুই দলই একাদশে পেসারদের আধিক্য রেখেছেন। বাংলাদেশের পেস আক্রমণ তুলনামূলক অনভিজ্ঞ। ৯ টেস্ট খেলা শরিফুল ইসলাম, ১২ টেস্ট খেলা খালেদ আহমেদের সঙ্গে অভিষেক হয়েছে নাহিদের। ২১ পেরুনো ডানহাতি পেসার বিপিএলে  ১৪৯ কিলোমিটার গতি তুলে আলোচনায় আসেন। তাকে স্কোয়াডে নিয়ে একদম টেস্টেই নামিয়ে দিল স্বাগতিকরা। 

Nahid rana

সিলেটে দলের দুই অনুশীলন সেশনে ছিলেন না বাঁহাতি পেসার শরিফুল। তাকে বিশ্রামে রাখার গুঞ্জন ছিলো। তবে শেষ পর্যন্ত দুই অভিষিক্ত পেসার নিয়ে নামার ঝুঁকিতে যায়নি বাংলাদেশ। মুশফিকুর রহিম না থাকায় মিডল অর্ডারে দায়িত্ব সামলাবেন আরেক শাহাদাত হোসেন দিপু। কিপার ব্যাটার লিটন দাস হয়ত খেলতে পারেন পাঁচে। আগের দিন আঙুলে ব্যাথা পেলেও জাকির হাসান আছেন একাদশে। বিশেষজ্ঞ ছয় ব্যাটারের সঙ্গে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। রাখা হয়েছে পাঁচটি বোলিং অপশন। 

শ্রীলঙ্কার একাদশেও আছেন তিন পেসার লাহিরু কুমারা, কাসুন রাজিতা ও বিশ্ব ফার্নেন্দো। ছয় বিশেষজ্ঞ ব্যাটারের সঙ্গে অফ স্পিনিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস খেলবেন সাতে। দুই দলের ভারসাম্যই তাই একই। 

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, নাহিদ রানা, খালেদ আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান মাধুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা,  কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়াসুরিয়া, লাহিরু কুমারা, কাসুন রাজিতা, বিশ্ব ফার্নেন্দো।

 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago