মেসিকে ছাড়া কেমন হবে আর্জেন্টিনার একাদশ?

ছবি: এএফপি

'মেসির জায়গায় নেওয়ার মতো কোনও খেলোয়াড় নেই, এটাই সত্যি,' সংবাদ সম্মেলনে অকপটেই বিষয়টি স্বীকার করলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু বাধ্য হয়েই মেসিকে ছাড়া একাদশ সাজাতে হচ্ছে তাকে। তবে প্রশ্ন হলো, তার ঘাটতি কাকে দিয়ে পূরণ করবেন এই কোচ?

ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় আগামীকাল ভোরে প্রীতি ম্যাচে আলসালভাদরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে রীতিমতো চোটের মিছিল আর্জেন্টিনা দলে। মেসি ছাড়াও চোটের কারণে ছিটকে গেছেন ফরোয়ার্ড পাওলো দিবালা, ইনফর্ম মিডফিল্ডার এজেকিয়েল পালাসিওস ও ডিফেন্ডার মার্কোস সেনেসি। তাই একাদশ সাজানো কিছুটা চ্যালেঞ্জিংই স্কালোনির জন্য।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির ৩-১ গোলে জয়ের ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। পরে মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে বিশ্রামে থাকেন। ধারণা করা হয়েছিল জাতীয় দলে ঠিকই খেলবেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত ছিটকেই গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গত সেপ্টেম্বরে বলিভিয়ার বিপক্ষে খেলেননি মেসি।

তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুরুর লাইন-আপ নিয়ে কিছুটা সংশয়ে রয়েছেন স্কালোনি। জিও লো সেলসো ও নিকোলাস গঞ্জালেজের মধ্যেও একজনকে দেখা যেতে পারে। এছাড়া রক্ষণভাগে নেহুয়েন পেরেজ ও নিকোলাস ওতামেন্দির মধ্যে থাকতে পারেন দুইজনই।

তবে চোট সমস্যায় বেশ কিছু খেলোয়াড় না পেলেও চার দিনের মধ্যে দুটি ম্যাচ খেলতে নামায় কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন তিনি। এই ম্যাচে বিশ্রাম দিয়ে নাহুয়েল মলিনা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার এবং জুলিয়ান আলভারেজকে কোস্টারিকার বিপক্ষে দেখা যেতে পারে শুরু থেকে।

এলসালভাদরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ 

এমিলিয়ানো মার্তিনেজ; নেহুয়েন পেরেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পেরেদেস, জিওভানি লো সেলসো/নিকোলাস গঞ্জালেজ; আনহেল দি মারিয়া এবং লাউতারো মার্তিনেজ।  

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

3h ago