গণহত্যা দিবসে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে শহীদদের স্মরণ

গণহত্যা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করেন কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

গণহত্যা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা। 

আজ সোমবার হাইকমিশনে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করা হয়।

স্থানীয় সময় বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াত, শহীদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। 

এরপর শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 

তিনি ২৫ মার্চের গণহত্যাকে মানব ইতিহাসের অন্যতম জঘন্যতম গণহত্যা হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন, নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি জান্তা কর্তৃক সংঘটিত পরিকল্পিত গণহত্যা ও নৃশংসতা ছিল বাঙালির আশা-আকাঙ্ক্ষা নস্যাৎ করার জন্য। 

হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধুর ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার ফলে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর চূড়ান্ত বিজয়ে পরিণত হয় স্বাধীনতা যুদ্ধ। 

হাইকমিশনার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ২০৪১ সালের মধ্যে একটি 'স্মার্ট বাংলাদেশ' প্রতিষ্ঠার যাত্রায় যোগ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হাইকমিশনার।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

1h ago