চেন্নাইয়ের একাদশে আছেন মোস্তাফিজ
চোট কাটিয়ে চেন্নাই সুপার কিংসের দলে ফিরেছেন মাথিশা পাথিরানা। তাতে বাংলাদেশি সমর্থকরা শঙ্কায় ছিলেন একাদশে থাকবেন তো মোস্তাফিজুর রহমান? শেষ পর্যন্ত একাদশে আছেন কাটার মাস্টার। স্পিনার মহেশ থিকশানাকে বসিয়ে পাথিরানাকে একাদশে অন্তর্ভুক্ত করেছে গতবারের চ্যাম্পিয়নরা। যদিও ইমপ্যাক্ট সাব হিসেবে খেলবেন তিনি।
মঙ্গলবার চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করবে চেন্নাই সুপার কিংস। যে কারণে পাথিরানাকে প্রথম একাদশে রাখলেও পরে সুপার সাব হিসেবে রাখা হয়। আগের ম্যাচে সুপার সাব হিসেবে একাদশে ঢোকা শিভাম দুবে খেলবেন শুরু থেকে।
মোস্তাফিজ অবশ্য প্রথম ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সেই জায়গা ধরে রেখেছেন। চেন্নাইয়ের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই দলের জয়ে রাখেন মুখ্য ভূমিকা। আইপিএল ক্যারিয়ারে প্রথমবারের মতো চার উইকেট উইকেট হন ম্যাচ সেরাও। ২৯ রানের খরচায় ফাফ দু প্লেসি, রজত পতিদার, বিরাট কোহলি ও ক্যামেরুন গ্রিনের উইকেট তুলে নেন এই পেসার।
অন্যদিকে আইপিএলের গত আসরে চেন্নাইয়ের শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন শ্রীলঙ্কার পেসার পাথিরানা। ১২ ম্যাচে নেন ১৯টি উইকেট। স্বাভাবিকভাবেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। এবারের আসরের প্রথম ম্যাচে চোটের কারণে তাকে পায়নি তারা। তার চোটেই জায়গা পেয়ে সুযোগটা কাজে লাগান মোস্তাফিজ।
এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেননি থিকশানা। কোটার চার ওভার বল করে ৩৬ রানের খরচায় ছিলেন উইকেটশূন্য। এ কারণেই তার পরিবর্তে পাথিরানাকে একাদশে আনে চেন্নাই।
Comments