ঢাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। প্রতীকী ছবি: স্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। প্রতীকী ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার  বিকেল সাড়ে ৩টায় প্রকাশ করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভার্চুয়াল ক্লাসরুম থেকে ফল প্রকাশ করবেন।

আবেদনকারীরা তথ্য সরবরাহ করে admission.eis.du.ac.bd ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন। 

পাশাপাশি যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়েও ফল জানা যাবে।

টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট'—এর জন্য DU ALS ˂roll no˃, 'বিজ্ঞান ইউনিট'—এর জন্য DU SCI ˂roll no˃, 'ব্যবসায় শিক্ষা ইউনিট'—এর জন্য DU BUS ˂roll no˃ এবং 'চারুকলা ইউনিট'—এর জন্য DU FRT ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে।

ঢাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ও ১ মার্চ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ মার্চ চারুকলা ইউনিটের পরীক্ষা (অঙ্কন ও এমসিকিউ) অনুষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh’s poverty jumps

Ratio of people living in extremely poor conditions has risen to 9.35% this year

1h ago