ঈদের ছুটি ১ দিন বাড়ানোর সুপারিশ মন্ত্রিসভা কমিটির

ঈদের ছুটি ১ দিন বাড়ানোর সুপারিশ

ঈদ-উল-ফিতর উপলক্ষে মানুষের গ্রামের বাড়ি যেতে ঝামেলা এড়াতে ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ছুটির দিনের তালিকায় ৯ এপ্রিল মঙ্গলবার যোগ করার সুপারিশ করা হয়।

কমিটির চেয়ারম্যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, 'মানুষ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এজন্য ছুটি একদিন বাড়ানো যায় কিনা, এ বিষয়ে আগামীকাল সরকারের কাছে একটি সুপারিশ পাঠানো হবে।'

তিনি বলেন, কমিটির সুপারিশ আগামীকাল অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে পাঠানো হবে।

ছুটির তালিকা অনুযায়ী ৯ তারিখ অফিস খোলা। এ তথ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, 'তাই শনিবার (৬ এপ্রিল) অফিস খোলা রেখে, ৯ এপ্রিল মঙ্গলবার অফিস ছুটি দেওয়া যায় কিনা, এ বিষয়ে আমরা সুপারিশ করেছি।'

'আমরা বলেছি যে ১১ এপ্রিল ঈদ পড়লে বাড়ি যাওয়ার জন্য মাত্র একদিন সময় পাওয়া যাবে। সেজন্য যানজট বাড়তে পারে, এতে জনগণের দুর্ভোগ বাড়বে। তাই আমরা সুপারিশ করব যে ৯ এপ্রিল ছুটির দিন হিসেবে বিবেচনা করা যায় কিনা,' বলেন তিনি।
 

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

13h ago