আইপিএল তারকাদের অনুপস্থিতিতে পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের নেতৃত্বে ব্রেসওয়েল

Michael Bracewell

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে আইপিএল ব্যস্ততার কারণে সেরা তারকাদের পাচ্ছে না নিউজিল্যান্ড। তারকাদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার ভার পেয়েছেন মিচেল ব্রেসওয়েল। টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা টিম রবিনসন ও উইল ওরর্কিও ডাক পেয়েছেন এই সফরে।

চলতি মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড দল। আইপিএল থাকায় এই সিরিজে নেই কেইন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসেন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার। এছাড়া কাউন্টি ক্রিকেটের সঙ্গে চুক্তি থাকায় নেই উইল ইয়ং, দ্বিতীয় সন্তানের আগমন উপলক্ষে খেলবেন না টম ল্যাথাম। টিম সাউদি ও কলিন মনরো নিজেকে সরিয়ে নিয়েছেন।

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, জস ক্লার্কসেন, জ্যাকব ডাফি, দিন ফক্সক্রফট, কোল ম্যাকনকি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, উইল ও'রর্কি, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি।

গত বছর মার্চের পর থেকে চোটের কারণে খেলার বাইরে ব্রেসওয়েল। ৩৩ বছর বয়েসী অলরাউন্ডার প্লাঙ্কেট শিল্ড দিয়ে খেলায় ফিরেছেন। নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস বলেন, ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা থাকায় ব্রেসওয়েলকে বেছে নিয়েছেন তারা, 'মিচেল অনেকদিন খেলার মধ্যে ছিলো না, তাকে খেলায় ফিরতে দেখা রোমাঞ্চকর ব্যাপার। ওয়েলিংটন, নিউজিল্যান্ড এ, নিউজিল্যান্ড একাদশে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। এই বিশ্বাস রেখেই আমরা মনে করি পাকিস্তানকে সে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে।'

১৮ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০ ও ২১ এপ্রিল পরের দুই ম্যাচও একই ভেন্যুতে। ২৫ ও ২৭ এপ্রিল সিরিজের শেষ দুই ম্যাচ হবে লাহোরে।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago