ডি ব্রুইনার নৈপুণ্যে আর্সেনালকে টপকে লিভারপুলের পেছনে ম্যানসিটি

ছবি: এএফপি

বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরা কেভিন ডি ব্রুইনা পারফরম্যান্সে দেখালেন ঝলক। নিজে জোড়া গোল করার পাশাপাশি অবদান রাখলেন আর্লিং হালান্ডের গোলে। ফলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লড়াইয়ে তারা নিজেদের অবস্থান করল মজবুত।

শনিবার প্রতিপক্ষের মাঠে ৪-২ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ডি ব্রুইনা ও হালান্ড ছাড়া সিটিজেনদের অন্য গোলদাতা হলেন রিকো লুইস। স্বাগতিকদের পক্ষে লক্ষ্যভেদ করেন জ্যাঁ-ফিলিপে মাতেতা ও ওদসোন এদুয়ার্দ।

এই জয়ে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার দুইয়ে উঠল শিরোপাধারী ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। তারা গোল ব্যবধানে এগিয়ে আছে। তিনে নেমে যাওয়া ৩০ আর্সেনালও এক ম্যাচ কম খেলেছে। তাদের অর্জন ৬৮ পয়েন্ট। প্যালেস ৩১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আছে ১৪ নম্বরে।

গোটা ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র দাপট দেখায় ম্যানসিটি। ৭৬ শতাংশ সময় বল ছিল তাদের দখলে। তারা গোলমুখে ১৮টি শট নিয়ে লক্ষ্যে রাখে আটটি। অন্যদিকে, প্যালেসের সাতটি শটের চারটি ছিল লক্ষ্যে।

তৃতীয় মিনিটেই মাতেতার লক্ষ্যভেদে পিছিয়ে পড়ে সফরকারীরা। ধাক্কা সামলে সমতায় ফিরতে অবশ্য বেশি সময় লাগেনি তাদের। ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে কোণাকুণি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ডি ব্রুইনা। প্রথমার্ধের বাকি সময়ে নিয়ন্ত্রণ ধরে রেখেও আর কোনো গোল পায়নি ম্যানসিটি। উল্টো গোল হজম করতে পারত তারা। ৩৮তম মিনিটে জর্ডান আইয়ুর শট গোলরক্ষক স্তেফান ওর্তেগাকে ফাঁকি দিলেও ফিরে আসে ক্রসবারে লেগে।

বিরতির পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে লিড নেয় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। প্যালেসের রক্ষণভাগ বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেয়ে যান লুইস। কাছ থেকে নিখুঁত শটে তরুণ ইংলিশ মিডফিল্ডার গোল করেন।

চাপ বাড়ানো ম্যানসিটির হয়ে ৬৬তম মিনিটে নিশানা ভেদ করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড। ডি ব্রুইনার পাসে এবারের প্রিমিয়ার লিগে ১৯তম গোলের দেখা পান তিনি। তিনি আছেন আসরের গোলদাতাদের তালিকার শীর্ষে।

চার মিনিট পর স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনা। ফলে গার্দিওলার দলের পূর্ণ পয়েন্ট প্রাপ্তি একরকম নিশ্চিত হয়ে যায়। ৮৬তম মিনিটে অবশ্য আরেকটি গোল হজম করতে হয় ম্যানসিটিকে। তবে এদুয়ার্দ জালে বল জড়ালেও তা ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।

এই দাপুটে জয় নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে সিটিজেনদের ভীষণ আত্মবিশ্বাস যোগাবে। আগামী মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে দুই পরাশক্তি।

Comments

The Daily Star  | English
Bangladeshi Migrant Workers Deaths Over The Years

In coffins, from faraway lands

Kazi Salauddin, a 44-year-old man from Cumilla, migrated to Saudi Arabia in October 2022, hoping to secure a bright future for his family. But barely a year later, Salauddin, the father of two daughters and a son, died suddenly.

9h ago