বগুড়ায় শাপলা মার্কেটে আগুন, পুড়েছে ১৫ দোকান

বগুড়া শহরের শাপলা মার্কেটে সকালে আগুন লাগে। এতে ১৫ দোকানের মালামাল পুড়ে যায়। ছবি: সংগৃহীত

বগুড়া শহরের শাপলা মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫টি দোকানের সব মালামাল পুড়ে গেছে।

আজ রোববার সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

ঈদের মাত্র তিন দিন আগে দোকানে আগুনের ঘটনায় দিশেহারা ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী মাসুদ বলেন, ঈদের বেচাকেনা কেবল জমে উঠেছে। এরই মধ্যে আগুন লাগার ঘটনা ঘটল। আমার দোকানের সব পুড়ে শেষ। আমি নিঃস্ব হয়ে গেছি।

কাপড়ের দোকানের পাশাপাশি কিছু ছাপাখানার দোকানও পুড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ছাপাখানার দোকানি আল-আমিন জানান আগুনে তার দোকানের চারটা কম্পিউটারসহ কয়েক লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সরকারী পরিচালক মঞ্জিল হক বলেন,  'আমরা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাই। এরপর বগুড়া সদরের চারটি এবং শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনের সূত্রপাত এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কাপড়ের দোকান থেকে আগুন ধরেছে। এতে প্রায় ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

10h ago