আইপিএল

ফের আশুতোষ-শশাঙ্ক ঝড়, শেষ ওভারের রোমাঞ্চে এবার হার পাঞ্জাবের

Shashank Singh & Ashutosh Sharma
ছবি: আইপিএল

শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মাকে আরও আগে নামালে হতো না? এই প্রশ্ন এবার করতেই পারে পাঞ্জাব কিংসের সমর্থকরা। খাদের কিনার থেকে আগের ম্যাচে দুজনের ঝলকে দারুণ জয় পেয়েছিলো পাঞ্জাব কিংস। এবার আরও কোণঠাসা পরিস্থিতি থকে অবিশ্বাস্য জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন তারা। শেষ পর্যন্ত হারলেও দুই ডানহাতি চিনিয়েছেন নিজেদের জাত।

মুল্লানপুরে মঙ্গলবার আইপিএলের ম্যাচে রাতে সানরাইজার্স হায়দরাবাদের কাছে মাত্র ২ রানে হেরেছে পাঞ্জাব। হায়দরাবাদের ১৮২ রানের জবাবে শেষ বলে ছক্কার পরও ১৮০ রানে থামতে হয় পাঞ্জাবকে। এবার আইপিএলে হায়দরাবাদের ৫ ম্যাচে এটি তৃতীয় জয়। সমান ম্যাচে তৃতীয় হার পাঞ্জাবের। 

জেতার জন্য শেষ ওভারে দুই ওভারে দরকার ছিলো ৩৯, শেষ ওভারে সেটা দাঁড়ায় ২৯ রানের, ম্যাচ তখন পুরোপুরি সানরাইজার্সের মুঠোয়। তবে পরিস্থিতি বদলে দেন আশুতোষ। জয়দেব উদানকাটের প্রথম বলেই ছক্কায় উড়ান তিনি। পরের দুই বল ওয়াইড করেন উনাদকাট। বৈধ পরের বলটি আবার ছক্কা পাঠান ডানহাতি ব্যাটার।

প্রয়োজন নেমে আসে ৪ বলে ১৫ রানে। পরের দুই বল থেকে আসে আরও চার রান। পঞ্চম বল করতে গিয়ে আবার ওয়াইড করেন উদানকাট।  শেষ দুই বলে ১১ রানের চাহিদা আর মেটেনি। ৫ম বলে সিঙ্গেল নেওয়ার পর শেষ বলে ছক্কা মেরে ব্যবধান কমান শশাঙ্ক।

এর আগে দলকে খেলায় আনেন মূলত শশাঙ্কই। ২৫ বলে ৬ চার, ১ ছক্কায় ৪৬ রানে অপরাজিত ছিলেন আগের ম্যাচে ২৯ বলে ৬১ করে ম্যাচ জেতানো ব্যাটার।

শেষ ওভারের ঝলকের পর আশুতোষ অপরাজিত থাকেন ১৫ বলে ৩৩ রানে। তিনি ৩ চার ও ২ ছক্কা মেরে জমিয়ে তুলেন ম্যাচ।

৭ম উইকেট জুটিতে দুজনে মিলে ২৭ বলে যোগ করেন ৬৬ রান। তবু আগের ব্যাটারদের ব্যর্থতায় জেতা হয়নি তাদের।

নিতিশ রেন্ডির ৩৭ বলে ৬৪ রানে ভর করে ১৮২ রানের পুঁজি পেয়েছিল সানরাইজার্স। রান তাড়ায় শেখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, প্রবাসিমরানদের ব্যর্থতায় ২০ রানেই ৩ উইকেট হারায় পাঞ্জাব। স্যাম কারান, সিকান্দার রাজারা থিতু হলেও ইনিংস টানতে পারেননি। ৯১ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচে সম্ভাবনা নিভু নিভু হয়ে গিয়েছিলো। সেটাই জাগিয়ে তুলেন শশাঙ্ক-আশুতোষ।

এরা আগে গুজরাট টাইটান্সের বিপক্ষে গেল বৃহস্পতিবার ২০০ রান তাড়ায় ঝলক দেখান এই দুই ব্যাটার।

১৫০ রানে ৬ উইকেট পড়ার পর ২২ বলে ৪৩ রানের জুটিতে ম্যাচ নিয়ে আসেন তারা। আশুতোষ সেদিন ১৭ বলে করেছিলেন ৩১ রান।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

6h ago