ঢাকায় 'আকাশছোঁয়া' দামে ইলিশ

'এ এলাকায় আমার কিছু নির্দিষ্ট কাস্টমার আছে যারা উৎসবের আগে ইলিশ নিয়ে যায়। ওই ক্রেতাদের কথা চিন্তা করেই ইলিশ এনেছিলাম। কিন্তু ইলিশের দাম শুনে তারা ক্ষেপে যাচ্ছে। সকাল থেকে অনেকের কাছে সরি বলতে হয়েছে। নিম্নবিত্ত-মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ তো অনেক আগেই চলে গেছে। এখন অনেক সামর্থ্যবানও হিমশিম খাচ্ছে।'
ছবি: শাহীন মোল্লা/স্টার

ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ বিক্রি বাড়বে এমন প্রত্যাশা থাকলেও এখন লোকসানের আশঙ্কা করছেন মাছ ব্যবসায়ীরা। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতা মাছ কেনার আশা নিয়ে বাজারে আসছেন ঠিকই কিন্তু দাম শুনে চলে যাচ্ছেন।

আজ বুধবার ঢাকার কারওয়ান বাজার, কাজীপাড়া, মিরপুরের ৩টি বাজার ঘুরে সরেজমিনে এ চিত্র দেখা গেছে। 

কারওয়ান বাজারের মাছ বিক্রেতা শুক্কুর আলী বলেন, 'হিমাগারের ইলিশের দাম কেজি ২০০০ থেকে ২২০০ টাকা। এগুলো গতকাল আনা। বাজারে ফ্রেশ ইলিশ কম।' 

মিনা বাজারের মিরপুর শাখায় প্রতিকেজি ইলিশের দাম ৩ হাজার ৯৫ টাকা। ছবি: স্টার

পশ্চিম কাজীপাড়া মাছ ব্যবসায়ী মো. মোস্তাকিম বলেন, 'কয়েক বছর আগেও পহেলা বৈশাখের আগে যে পরিমাণ ইলিশ বিক্রি হতো গত দুই বছরে তা কমে গেছে। কিন্তু এবার বৈশাখ ও ঈদ- দুই উৎসব একসঙ্গে । এ কারণে ২৬ কেজি ছোট ইলিশ এনেছি। ৫০০-৬০০ গ্রাম ওজনের।' 

কাজীপাড়ার এই দোকানে ৫০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা কেজিতে। ৬০০-৬৫০ গ্রামের ইলিশ ২০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

ব্যবসায়ী মোস্তাকিম বলেন, 'এ এলাকায় আমার কিছু নির্দিষ্ট কাস্টমার আছে যারা উৎসবের আগে ইলিশ নিয়ে যায়। ওই ক্রেতাদের কথা চিন্তা করেই ইলিশ এনেছিলাম। কিন্তু ইলিশের দাম শুনে তারা ক্ষেপে যাচ্ছে। সকাল থেকে অনেকের কাছে সরি বলতে হয়েছে। নিম্নবিত্ত-মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ তো অনেক আগেই চলে গেছে। এখন অনেক সামর্থ্যবানও হিমশিম খাচ্ছে।'

'দাম দিয়ে কেনা ইলিশ। বরফ-টরফ দিয়ে রাখতে হয়। কিন্তু বেচাবিক্রি তেমন নাই। ২৬ কেজির অর্ধেকই বিকেল পর্যন্ত থেকে গেছে। কালকের ঈদ। কাল-পরশু আদৌ বেচাবিক্রি হবে কি না। মনে হচ্ছে লোকসানই গুনতে হবে,' বলেন তিনি।

এই দোকানে ইলিশ কিনতে এসেছিলেন শিউলি বেগম (৫৬)। তিনি বলেন, 'ঈদ উপলক্ষে সাত বছর বয়সী নাতি বাসায় বেড়াতে এসেছে। সে শখ করেছে নানীর হাতে রান্না করা ইলিশ খাবে। এখন দেখি দাম আকাশছোঁয়া। ৫১২ গ্রাম ওজনের ইলিশ কিনেছি ৭৭০ টাকায়। নাতির কথা চিন্তা করেই ছোট একটা ইলিশ কিনলাম।'

 

Comments

The Daily Star  | English

Battery-run rickshaw drivers set fire to police box in Kalshi

Battery-run rickshaw drivers set fire to a police box in the Kalshi area this evening following a clash with law enforcers in Mirpur-10 area

1h ago