‘এই মুহূর্তে পরিষ্কার করে বলা মুশকিল’, তামিমের ফেরা নিয়ে শান্ত

najmul hossain shanto and tamim iqbal

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আর ফিরবেন কিনা এই প্রশ্নের উত্তর অনেকদিন ধরেই ঘুরছে বাংলাদেশের ক্রিকেটে। সেই প্রশ্নের সমাধান হলো কিনা এই কৌতূহল ছিলো সবার। তবে শান্ত জানালেন, তাদের দুজনের কথাবার্তা ছিলো সাধারণ বিষয়ে।

গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে যান তামিম। একদিন পরই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবসর ভেঙে ফিরেও আসেন। তবে তাকে এরপর খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলেন। বিশ্বকাপেও তাকে দেখা যায়। তখন অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে তার বিরোধের খবর আসে সামনে।

বিশ্বকাপের পরও তামিমকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাচ্ছে না। টি-টোয়েন্টি থেকে তিনি অবসরে গেছেন আগেই। বাকি দুই সংস্করণে বাংলাদেশ একাধিক সিরিজ খেললেও তাতে ছিলেন না তামিম।

তার ফেরা, না ফেরা নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস একাধিকবার আলোচনার কথা বললেও স্পষ্ট কিছু বের হয়নি।

এই অবস্থায় বর্তমান অধিনায়ক শান্তর সঙ্গে তামিমের আলাপ তৈরি করে নতুন গুঞ্জন। কি নিয়ে দুজনের আলোচনা হলে তা জানতে চাওয়া হলেও আগের দিন স্পষ্ট কিছু বলেননি শান্ত। মঙ্গলবার একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অফিসার হিসেবে যোগদানের আয়োজনে একই বিষয়ে কথা বলেছেন তিনি, শান্ত জানিয়েছে তাদের আলোচনা ছিলো সাধারণ বিষয়ে,   '(তামিমের সঙ্গে) সুন্দরভাবে বসে আড্ডা দেওয়া হয়েছে। ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে আপনাদের পরিস্কারভাবে বলা মুশকিল। কারণ সময়ের ব্যাপার। উনিও একটু সময় চেয়েছেন। একটু চিন্তা-ভাবনা করবেন হয়তো। ডিপিএলও চলছে। টুর্নামেন্ট শেষ হোক। আমারও একটু চিন্তা-ভাবনা করা লাগবে। এমনিতে নরমালি একটু ক্রিকেট নিয়ে... কী অবস্থা, কী আছে এসব কথাই হয়েছে।'

চলতি বছর ডিসেম্বরের আগে বাংলাদেশের কোন ওয়ানডে সিরিজ নেই। ফিটনেসের কারণে তামিম টেস্ট খেলতে চান না, টি-টোয়েন্টিতে থেকে তো অবসরেই গেছেন। শান্ত অবশ্য জানান তামিম খেলার মতন অবস্থায় থাকলে তারা যেকোনো সংস্করণেই চাইবেন তাকে,  'আমি তো চাইব, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টি যদিও রিটায়ার করেছেন, যদি উনি ফিট থাকেন, যে কোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হবো। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া। তবে সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসেবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি।'

যেকোনো সংস্করণের কথা বললেও তামিম বা মুশফিকুর রহিমদের টি-টোয়েন্টির অবসর ভেঙে ফেরানোর চিন্তাও দলের নেই বলে জানান শান্ত, 'এই মুহূর্তে এই ধরনের (তামিম-মুশফিকের টি-টোয়েন্টি অবসর ভাঙানো) চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো থিতুও আছে। আর বেশ কয়েক দিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। এই মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।'

 

Comments

The Daily Star  | English
CAAB pilot licence irregularities Bangladesh

Regulator repeatedly ignored red flags

Time after time, the internal safety department of the Civil Aviation Authority of Bangladesh uncovered irregularities in pilot licencing and raised concerns about aviation safety, only to be overridden by the civil aviation’s higher authorities.

12h ago