দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ২০৫৫ জনের মনোনয়নপত্র দাখিল

স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত
ইসির লোগো | সংগৃহীত

আগামী ২১ মে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট দুই হাজার ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দ্বিতীয় ধাপের ১৬০টি উপজেলা নির্বাচনে আজ রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ দ্য ডেইলি স্টারকে জানান, উপজেলা চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন এবং মহিলাদের জন্য সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি বলেন, 'নির্বাচন কমিশন এ বছর উপজেলা নির্বাচনে প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে।'

তিনি আরও বলেন, 'মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি।'

আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল।

 

Comments

The Daily Star  | English

Press Freedom Index: Bangladesh up 16 notches

Bangladesh’s press freedom improved, climbing from 165 to 149 in the World Press Freedom Index, the latest release from Reporters Without Borders (RSF) assessed.

1h ago