বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন

বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স এনালিস্ট হিসেবে মহসিন শেখকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স অ্যানালিস্ট  হিসেবে মহসিন শেখকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে আগামী দুই বছর জাতীয় দলের সঙ্গে কাজ করবেন তিনি।

গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন মহসিন। আসছে জিম্বাবুয়ে সিরিজের আগে শুরু হচ্ছে তার নতুন মেয়াদ। পাকিস্তানি বংশোদ্ভুত মহসিন এর আগে অ্যানালিস্ট  হিসেবে কাজ করেছেন আফগানিস্তান জাতীয় দলে। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গেও কাজ করেছেন তিনি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল, পিএসএল, আইপিএল ও বিগ ব্যাশে বিভিন্ন দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের অ্যানালিস্ট ছিলেন মহসিন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার ভুল হিসাবে ভুগতে হয় আফগানদের।  নিউজিল্যান্ড সফরে দায়িত্বে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে তাকে নেয়নি বিসিবি। তখন বিসিবির অ্যানালিস্ট শাওন জাহান কাজ করেন দলের হয়ে। 

গত বছর বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব ছিলেন ভারতের শ্রীনীবাসন চন্দ্রশেখরন। তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। এরপর থেকে পদটিতে স্থায়ী কেউ ছিলেন না। 

 

Comments