বিশ্বকাপের জন্য নারাইনের দরজা বন্ধ

sunil narine

আইপিএলে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আলোচনায় চলে এসেছিলেন সুনিল নারাইন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল জানিয়েছিলেন অবসর ভেঙে তাকে ফেরানোর চেষ্টা করছেন তারা। তবে নারাইন নিজেই এবার জানিয়ে দিলেন, বিশ্বকাপের জন্য তার দরজা বন্ধ।

২০১৯ সালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা নাইরাইন গত বছর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করার পর তার কথা থেকেই মেলে ফেরার আভাস।

সম্প্রচারকারীদের সঙ্গে আলাপে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রশ্নে বলেন, 'দেখা যাক আগামীতে কি হয়।' পরে রভম্যান জানান নারাইনের কানের কাছে ১২ মাস ধরেই আবার ফেরার কথা বলে যাচ্ছেন তিনি।

এবার নাইট রাইডার্সেরর এক বিবৃতিতে নারাইন জানিয়ে দিলেন ফেরার কোন সম্ভাবনা নেই তার,   'আমার সাম্প্রতিক পারফরম্যানের পর অনেক মানুষ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন, তাতে আমি বিনীত, সম্মানিত।'

'আমি আমার সিদ্ধান্ত শান্ত মনে নিয়েছি এবং সেই ইচ্ছাকে আমি হতাশ করব না। এই দরজা বন্ধ হয়ে গেছে। আমি জুনে ওয়েস্ট ইন্ডিজ দলকে সমর্থন করব। ছেলের অনেক মাস ধরে পরিশ্রম করছে। আমাদের অসাধারণ ভক্তদের মন ভরিয়ে তারা আরেকটি শিরোপা জেতার সামর্থ্য রাখে।'

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

2h ago