‘সুখী হতে বেশি কিছু লাগে না’

মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা। ছবি: সংগৃহীত

ছোটপর্দার পরিচিতি মুখ মৌসুমী হামিদ। বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। ওয়েবফিল্মেও সরব তিনি। তার অভিনীত একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।

সম্প্রতি 'রংবাজার' নামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার পরিচালক রাশিদ পলাশ।

সিনেমাটি সম্পর্কে জানতে চাইলে মৌসুমী হামিদ ডেইলি স্টারকে বলেন, 'রংবাজার' সিনেমার গল্প নারায়ণগঞ্জের টানবাজার নিয়ে। টানবাজার যে সময় উচ্ছেদ হয়, সেই সময়ের গল্প। সেই সময়ে ওখানে একজন মহারাণী ছিলেন। তার সহকারী ছিল একজন মেয়ে, যে কি না টানবাজারের মেয়েরা যেন উচ্ছেদ না হয় তার জন্য প্রতিবাদ করেছে, মার খেয়েছে। এমন একজন নারীর চরিত্রে অভিনয় করছি।

'এটি একটি বাস্তব জীবনের গল্প,' বলেন তিনি।

'রংবাজার' সিনেমার শুটিংয়ের জন্য মৌসুমী হামিদকে যেতে হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন জায়গায়ও শুটিং করেছেন তিনি।

মৌসুমী বলেন, 'দৌলতদিয়া যৌনপল্লীতে তিনদিন শুটিং করেছি। ওখানকার মেয়েরা আমার অনেক নাটক দেখেছেন। শুটিং করতে যাবার পর তারা সেসব গল্প আমাকে বলেছেন।'

'খুব কাছ থেকে ওখানকার মেয়েদের জীবন দেখেছি। অনেক কষ্ট করে জীবনযাপন করে ওরা। খুব মায়া লেগেছে,' বলেন তিনি।

মৌসুমী হামিদের বিয়ে কাল, পাত্র কে
অভিনেত্রী মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

টানবাজারের মেয়ের চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে সাবেক এই লাক্স তারকা বলেন, 'খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র। এমন সব চরিত্রই করতে চাই, যেখানে অভিনয় করার সুযোগ পাব।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'রংবাজার সিনেমা করার জন্য অনেক চিন্তা-ভাবনা করতে হয়েছে। অনেক পড়াশোনা করেছি। সেই সময় টানবাজার নিয়ে কী কী ঘটেছিল তা জেনেছি। তারপর শুটিংয়ে গেছি।'

এদিকে "রংবাজার" ছাড়াও "নয়া মানুষ" নামে আরও একটি সিনেমা করেছেন মৌসুমী হামিদ। এটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। নোয়াখালীর চরে শুটিং করেছেন গত বছর। মৌসুমী হামিদ বলেন, 'চরের মানুষের জীবনের গল্প নিয়ে "নয়া মানুষ" সিনেমার গল্প। এখানেও আমাকে ভিন্ন গেটআপে ও ভিন্ন চরিত্রে দর্শকরা দেখতে পাবেন।'

সেলিনা হোসেন এর উপন্যাস "যাপিত জীবন" অবলম্বনে হাবিবুল ইসলাম হাবিব একটি সিনেমা নির্মাণ করেছেন। সরকারি অনুদানের এই সিনেমায়ও অভিনয় করেছেন মৌসুমী হামিদ।

সিনেমার বাইরে "লাভ রোড" নামে একটি চলতি ধারাবাহিকের শুটিং করেছেন সম্প্রতি। মৌসুমী হামিদ বলেন, 'প্রচন্ড গরমে শুটিং করেছি। খুব কষ্ট হয়েছে তারপরও কাজটি করেছি।'

আবু সাইয়িদ রানা ও মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

এদিকে অভিনয় জীবনের বাইরে সংসার জীবন শুরু করেছেন মৌসুমী হামিদ। কয়েক মাস আগে আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। গোলাম সোহরাব দোদুলের একটি প্রজেক্টে কাজ করতে গিয়ে দুজনের পরিচয় হয়। তারপর 'গুটি' ওয়েবসিরিজের শুটিং করতে গিয়ে ভালোলাগা জন্ম নেয়।

সংসার জীবন কেমন চলছে জানতে চাইলে মৌসুমী বলেন, 'খুব ভালো চলছে। স্বামীকে নিয়ে খুব ভালো আছি। সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই। সুখী হতে বেশি কিছু লাগে না। এটুকু বুঝতে পারছি। সুখী হতে দুজনের ভালোবাসা লাগে। আমরা অনেক হ্যাপি।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago