চোটে পড়ে কোপা আমেরিকা খেলা নিয়ে শঙ্কায় আর্জেন্টাইন তারকা

চেলসির তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ চোটে পড়ে বাকি মৌসুম থেকে ছিটকে গেছেন।
Enzo Fernandez

চেলসির তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ চোটে পড়ে বাকি মৌসুম থেকে ছিটকে গেছেন। কুঁচকির চোট সারাতে অস্ত্রোপচার করা হয়েছে তার। আর এতে জুন-জুলাইতে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা খেলা নিয়েও সংশয় পড়েছেন তিনি।

চোটের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ ৬ ম্যাচ খেলতে পারবে না ২৩ পেরুনো এনজো। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ে ভূমিকা ছিলো এনজোর। বিশ্বকাপের পর তাকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে বেনফিকা থেকে দলে নেয় চেলসি। গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডার ফিট থাকলে কোপা আমেরিকার আর্জেন্টিনা দলেও থাকার কথা।

তবে চোট সেই সম্ভাবনা কিছুটা ফিকে করে দিল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এনজোর ছিটকে যাওয়ার খবর দেয় চেলসি, 'কুঁচকির চোটে এনজো ফার্নান্দোর সফল অস্ত্রোপচার হয়েছে। এখন তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে। চলতি মৌসুমে তাকে আর পাচ্ছে না চেলসি।'

এই ধরণের চোটে সেরে উঠতে অন্তত মাসখানেক সময়। খেলার মতন ফিট হতে দরকার আরও বেশ কিছুটা সময়। আগামী ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। তার আগে এনজোর পুরোপুরি ফিট হওয়া নিয়ে আছে শঙ্কা।

Comments