ফেসবুক স্টোরিতে লালনের গান: মুচলেকা দিয়ে জামিন পেলেন সেই যুবক

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ
স্টার অনলাইন গ্রাফিক্স

লালনের একটি গানের দুটি লাইন লিখে ফেসবুক স্টোরিতে দেওয়ায় ইসলাম ধর্মকে কটূক্তি করার অভিযোগে আটক যুবক মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে তাকে আদালতে হাজির করা হলে শরীয়তপুরের ভেদরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন তাকে জামিনের আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

লালনের গানের ফেসবুক স্টোরিতে দেওয়ায় গতকাল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের বাসিন্দা সঞ্জয় রক্ষিতকে (৪০) আটক করে পুলিশ। সঞ্জয় পেশায় স্বর্ণকার।

স্টোরির স্ক্রিনশটে দেখা গেছে, তিনি সেখানে লিখেছেন 'সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান'। এই দুটি লাইন লালনের 'সব লোকে কয় লালন কি জাত সংসারে' গানের।

আদালত পুলিশের পরিদর্শক আলমগীর বলেন, 'ফেসবুক স্টোরিকে সঞ্জয় রক্ষিতকে ভেদরগঞ্জ থানা পুলিশ রোববার ফৌজদারী কার্যবিধির ৫৪ (১) ধারায় আটক করে। পরে ৫০ টাকার অঙ্গীকারনামায় তিনি সই করেন যে, ভবিষ্যতে তিনি এমন কোনো কাজ করবেন না যেন সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।'

তবে, ওই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি। 

আজ জামিন পেলেও, সঞ্জয় আগামীকাল কারামুক্ত হতে পারেন বলে জানান তিনি।

রোববার রাত ১০টার দিকে ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মন্ডল টেলিফোনে ডেইলি স্টারকে বলেন, ফেসবুকের স্টোরিতে দুটি লাইন লেখাকে ঘিরে সঞ্জয় রক্ষিত নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, এই লেখার মাধ্যমে মুসলমান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানা হয়েছে। বিষয়টি নিয়ে তারা মৌখিক অভিযোগ করেছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে সঞ্জয়কে আটক করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কারা অভিযোগ করেছেন, জানতে চাইলে ওসি তাদের নাম উল্লেখ না করে বলেন, স্থানীয় কয়েকজন এই অভিযোগ করেছেন।

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

34m ago