বার্সা-রিয়ালে যোগ দেওয়া নিয়ে যা বললেন কিমিখ

আরও একটি শিরোপাশূন্য মৌসুম শেষ করার পথে বার্সেলোনা। তবে আগামী মৌসুমে ঘুরে দাঁড়াতে এরমধ্যেই দল গোছানোর কাজে মনোযোগী হয়েছে ক্লাবটি। বিশেষকরে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য হন্যে হয়ে খুঁজছে দলটি। বায়ার্ন মিউনিখের ইয়াশুয়া কিমিখকে পছন্দ তাদের। তাকে পছন্দ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদেরও। স্পেনের ফুটবলে আদৌ যোগ দিবেন কিমিখ?

ডিফেন্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ধীরে ধীরে মিডফিল্ড পজিশনেও খেলতে শুরু করেন কিমিখ। মূলত ২০২০-২১ মৌসুমে থিয়াগো আলকানতারা যাওয়ার পর বেশির ভাগ সময় মাঝমাঠেই দেখা যায় তাকে। পরেন থিয়াগোর ৬ নম্বর জার্সিও। আর এই পজিশনেও নিজেকে মেলে ধরেন তিনি। সময়ের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে সাক্ষাৎকার দিয়েছেন কিমিখ। সেখানে বার্সেলোনা কিংবা রিয়ালে যোগ দেওয়া প্রসঙ্গে প্রশ্ন উঠলে বলেন, 'এই মুহূর্তে আমি এটি নিয়ে ভাবছি না। যেমন আমি বলেছি, আমি প্রথমে বায়ার্নের সঙ্গে কথা বলব। তবে অবশ্যই, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দারুণ ইতিহাসের সঙ্গে অসাধারণ ক্লাব।'

নিজের ভবিষ্যৎ সম্পর্কে, স্পষ্ট করে আরও বললেন, 'আমি বায়ার্নের সঙ্গে কথা বলতে চাই। এবং যখন আমি এটি করব, তখন আমি বাইরে গিয়ে প্রেসের সাথে কথা বলব না। আমি শুধুমাত্র রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি ম্যাচের দিকে মনোনিবেশ করছি।'

বায়ার্নের সঙ্গে কিমিখের চুক্তি নবায়নের বিষয়টি কোচ টমাস টুখেলের উপর নির্ভর করছে বলেই জানিয়েছে জার্মান গণমাধ্যম। যদিও এমনটা ভাবছেন এই খেলোয়াড়, 'এটা এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনি যখন একটি চুক্তিতে স্বাক্ষর করেন তখন কোচের সঙ্গে চুক্তি করেন না। আপনি ক্লাবের সঙ্গে চুক্তি করেন।'

তবে তাকে নিয়ে কোচ কী ভাবছেন সেটা জানাও জরুরী বলে জানিয়েছেন এই মিডফিল্ডার, 'আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্লাব, শুধু কোচ নয়। তবে অবশ্যই কোচ আপনাকে এবং দল নিয়ে কী ভাবছেন তা জানাও গুরুত্বপূর্ণ। কোচ নির্বাচন নিয়ে চিন্তায় থাকবে ক্লাবের অন্যরা।'

প্রায় সব নামীদামী খেলোয়াড়দের এজেন্ট থাকলেও দল-বদল নিয়ে নিজেই কথা বলেন কিমিখ। এজেন্ট না রেখে নিজে নিজে সব আলোচনা করার সুবিধা অসুবিধাও তুলে ধরেছেন এই জার্মান তারকা, 'সুবিধা হলো আপনি নিজের পক্ষে কথা বলতে পারেন, তবে এর একটি অসুবিধাও হতে পারে। কখনও কখনও নিজের সম্পর্কে কথা বলা কঠিন হয়। আপনার সিদ্ধান্তের জন্য আপনিই দায়ী।'

'আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ: টেবিলে থাকা, দায়িত্বে থাকা ব্যক্তিরা যা বলে তা সরাসরি শোনা এবং ক্লাব ও কোচের সঙ্গে সরাসরি কথা বলা। এটা আমার পরিবারের জন্য এবং আমার জন্য একটি খুব ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে,' যোগ করেন কিমিখ। 

Comments

The Daily Star  | English

'Bangladesh applauds 20% US tariff as ‘good news’ for apparel industry

Bangladesh has welcomed the outcome of trade negotiations with Washington, securing a 20 percent tariff rate on its exports to the US under a sweeping new executive order issued by President Donald Trump.

1h ago