হার্দিকের সঙ্গে অন্যরকম লড়াইয়ে পান্ত

Hardik Pandya and Rishabh Pant

মাস দুয়েক আগেও আইপিএল খেলা নিয়ে শঙ্কা ছিলো রিশভ পান্তের। তা দূরে করে আইপিএলে তিনি আলো ছড়িয়ে জাতীয় দলে ফেরার প্রান্তে। এমনকি হার্দিক পান্ডিয়ার সঙ্গে আগামীর নেতৃত্বের লড়াইয়েও জোরালোভাবে আসছে তার নাম।

ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ১ মে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ে বসবেন নির্বাচকরা। সেখানে হার্দিকের বদলে পান্তকে ফের সহ-অধিনায়ক করা হতে পারে।

২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লম্বা সময় মাঠের বাইরে ছিটকে যান পান্ত। দুর্ঘটনায় পড়ার আগে তিনিই ছিলেন দলের সহ-অধিনায়ক। ২০২২ সালের জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্বও দিয়েছিলেন কিপার ব্যাটার।

পান্তকে ফের সহ-অধিনায়ক করা অবশ্য সহজ না। এই জায়গায় গত ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব সামলেছেন হার্দিক। তবে  সাম্প্রতিক ছন্দ, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নেতৃত্ব প্রশ্নের মুখে পড়া মিলিয়ে কিছুটা ব্যাকফুটে এই অলরাউন্ডার। হার্দিকের বিশ্বকাপ দলেই থাকা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন। অন্য দিকে সুস্থ হয়ে খেলায় ফিরে দিল্লির নেতৃত্বে স্থির দেখা যাচ্ছে পান্তকে। ব্যাট হাতেও করছেন পারফর্ম।

ভারতের বিশ্বকাপ দলে কয়েকটি জায়গা নিয়ে আছে প্রশ্ন। টপ অর্ডারে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে থাকবেন যশভি জয়সওয়াল আর বিরাট কোহলি। সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক, রবীন্দ্র জাদেজাদের নিয়ে মিডল অর্ডার সাজাতে পারে দলটি। লেট অর্ডারে দেখা যেতে পারে শিভম দুবে, রিঙ্কু সিংয়ের মতন বিস্ফোরক ব্যাটারদের।

জাদেজা ছাড়া স্পিন আক্রমণে প্রথম পছন্দ কুলদীপ যাদব। আকসার প্যাটেল, রবি বিষ্ণুই, যুজভেন্দ্র চেহেলদের মধ্যে থাকবেন দুজন। জাসপ্রিট বুমহার সঙ্গে পেস আক্রমণে আর্শ্বদিপ সিং, সন্দীপ শর্মাদের নাম আসছে বিভিন্ন মিডিয়ায়। আইপিএলে তেমন ভালো না করলেও মোহাম্মদ সিরাজ আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনায় টিকে যেতে পারেন।

Comments

The Daily Star  | English

Afghanistan earthquake kills 622 with more than 1,500 injured

In Kabul, the capital, health authorities said rescuers were racing to reach remote hamlets dotting an area with a long history of earthquakes and floods.

6h ago