নাটোরে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৪

নিহত মনজুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন-লালপুর উপজেলার মো. সুমন (২৮), মো. লিটন (৪৪), তমাল (২২) ও রবিউল (৪৪)।

হত্যার ঘটনায় মামলার পর আজ বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনে রবিউল ইসলামের মিষ্টির দোকানের সামনে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে মঞ্জুর রহমান মঞ্জুকে।

ওসি নাসিম জানান, এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের ভাই মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মামলা করেছেন।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ডেইলি স্টারকে জানান, আধিপত্য বিস্তার ও নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ নির্বাচনকে কেন্দ্র করে গোপালপুর পৌর যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহারুল ইসলাম জাহারুল ও মঞ্জুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।

জাহারুলকে ২০১৮ সালের ২৮ ডিসেম্বর নর্থ বেঙ্গল চিনিকল গেটের সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাকে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন মঞ্জুর।

মঞ্জুর ভাই মাসুদ রানা ডেইলি স্টারকে জানান, গতকাল ১০-১২ জন দুর্বৃত্ত অস্ত্রসহ এসে মঞ্জুর মাথায় ও পেটে গুলি করে পালিয়ে যায় এবং মঞ্জুর ঘটনাস্থলেই মারা যায়। 

জাহারুলের ছেলে জাহিদ, ভাই রেজাউল এবং ভাতিজা আলামিন ও তাদের আত্মীয়-স্বজনসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন মাসুদ।

Comments