আজ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কলম্বিয়া

বোগোটায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে জড়ো হওয়া মানুষের সামনে বক্তব্য রাখেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি: এপির সৌজন্যে

গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

আল জাজিরা জানায়, গতকাল বুধবার কলম্বিয়ার রাজধানী বোগোটায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে জড়ো হওয়া মানুষের সামনে পেত্রো বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না।

তিনি বলেন, 'আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছেন যে, আগামীকাল আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো ছিন্ন করব...'। 

পেত্রো তার বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলেও আখ্যায়িত করেছেন।

গাজায় হামলার শুরু থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন ২০২২ সালে কলম্বিয়ার ক্ষমতায় আসা বামপন্থী এই নেতা। 

গত বছরের অক্টোবরে গাজায় হামলা চালানোর পরপরই ইসরায়েলের সমালোচনায় সোচ্চার হন পেত্রো। সেসময় ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় যে, তারা কলম্বিয়ায় 'নিরাপত্তা সামগ্রী রপ্তানি বন্ধ' করে দিচ্ছে।

এর একমাস পর গাজায় ইসরায়েলের বিরুদ্ধে 'গণহত্যার' অভিযোগ আনেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

গত ফেব্রুয়ারিতে গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোয় ইসরায়েলি অস্ত্র কেনা স্থগিত করে কলম্বিয়া।

গাজায় হামলার কারণে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়াও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

1h ago