দুর্যোগপূর্ণ আবহাওয়া: চট্টগ্রামের ফ্লাইট কক্সবাজারে জরুরি অবতরণ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ইউএস বাংলার একটি ফ্লাইট। আজ বিকাল ৫টার দিকে ফ্লাইটটি জরুরি অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম। তিনি বলেন, 'দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কক্সবাজারে অবতরণ করেছে ফ্লাইটটি।'
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে ইউএস বাংলার 'বিএস-২০৪' নম্বর ফ্লাইটটি উড্ডয়ন করে। উড়োজাহাজটি দুপুর ২টা ২৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দীর্ঘ সময় চেষ্টা করেও চট্টগ্রামে নামতে পারেনি ফ্লাইটটি।
পরে ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কক্সবাজারগামী একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে আবার ঢাকায় ফিরে এসেছে। বিমান সূত্রগুলো জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই কক্সবাজার থেকে ফিরে এসেছে ওই ফ্লাইট।
Comments