মনে হচ্ছিল আরেকটু ঝুঁকি নিয়ে খেলি: কোহলি

Virat Kohli

বিরাট কোহলির স্ট্রাইকরেট নিয়ে অনেক কথাবার্তা। তবে সেসব কথা আপাতত চাপা দেওয়ার মতনই ইনিংস খেলেছেন তিনি। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে কোহলি ৪৭ বলে করেন ৯২ রান। তার ব্যাটে ভর করে ২৪১ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে ৬০ রানে। দারুণ ছন্দে থাকা ডানহাতি ব্যাটার জানালেন, স্ট্রাইকরেটের চিন্তায় আরেকটু ঝুঁকি নিয়ে খেলার ভাবনা কাজ করছিল তার ভেতর।

এবার আইপিএলে ৬৭ বলে সেঞ্চুরি করার পর কোহলির স্ট্রাইকরেট নিয়ে কথা জোরালো হয়। এমনকি বিশ্বকাপে তার খেলা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেন। বেঙ্গালুরু টানা হারতে থাকায় এসব প্রশ্নও জোর পায় বেশি। তবে কোহলির ব্যাটে রানের স্রোতের সঙ্গে বাড়ছে স্ট্রাইকরেট, জিতছে বেঙ্গালুরুও।

এবারের আসরে একমাত্র ব্যাটার হিসেবে ৬০০ রান ছাড়িয়েছেন কোহলি। ১২ ইনিংসে ৬৩৪ রান করেছেন ৭০.৪৪ গড় আর  ১৫৩.৫১ স্ট্রাইকরেটে। টুর্নামেন্টের মাঝে একটা সময় তার স্ট্রাইকরেট ছিলো ১৩০ এর আশেপাশে। সেটা অনেকটা বাড়িয়ে নিতে যে কাজ করছেন তা বুঝালেন পাঞ্জাবকে হারিয়ে।

পুরো ইনিংস জুড়ে দ্রুত রান আনার চিন্তায় খেলেছেন তিনি,  'পুরো ইনিংসে স্ট্রাইকরেট ঠিক রাখার দায়িত্ব ছিলো। দ্রুত রান তোলার চেষ্টা করেছি। সবাই দেখেছেন উইকেট অত গতিময় ছিলো না। দুইরকম গতি ছিলো। তবু আমরা ২৩০ রানের উইকেট ভেবে খেলেছি।'

কোহলিকে এদিন ভিন্ন কিছু করারও চেষ্টা করতে দেখা গেছে। এমনিতে সুইপ, স্লগ সুইপের চেষ্টা করেন না। কাল খেলেছেন এমন বেশ কিছু শট। জানালেন বাড়তি ঝুঁকি নিয়ে রান বাড়ানোর চিন্তা এমন শট খেলছেন তিনি, 'মনে হচ্ছিল আরেকটু ঝুঁকি নেই। এমন শট আগে খেলতাম। আবার খেলা শুরু করেছি। এতে করে পেছনের পায়ে খেলতেও সহায়তা পাচ্ছি।'

অনেকদিন পর স্লগ সুইপ খেললেও খেলার আগে অনুশীলন করেননি বলে জানান তিনি,  'স্পিনারদের বিপক্ষে স্লগ সুইপ কাজে লাগাচ্ছি। তেমন অনুশীলন করিনি। মানসিক প্রস্তুতি নিয়েছে।  জানতাম এটা খেলতে পারব।'

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

11h ago