অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের পাশে বসলেন হাসারাঙ্গা

Wanindu Hasaranga & Shakib Al Hasan

টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এককভাবে আর শীর্ষে নেই সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তিন রেটিং পয়েন্ট কমেছে তার। এতে  তার পাশে বসেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাকিবের রেটিং কমলেও বেড়েছে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন দুজন।

বুধবার আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। তাতে বড় রদ বদল অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে।  জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ খেলা সাকিব বল হাতে খারাপ করেননি। দুই ম্যাচে নেন ৫ উইকেট। তবে ব্যাটিংয়ে করেন স্রেফ ২২ রান।

তিন রেটিং পয়েন্ট হারানোর পর সাকিবের রেটিং এখন ২২৮ রান। না খেলেও একই রেটিং পয়েন্ট থকায় শীর্ষে উঠে যান হাসারাঙ্গা। এই দুজনের পর ২১৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি। ২১০ রেটিং পয়েন্ট নিয়ে পরের স্থানে জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচ খেলে সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হন তাসকিন। তাতে করে পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন ২৩ নম্বরে। শেষ দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে মোস্তাফিজ আছেন ২৫ নম্বরে।

বোলার ও ব্যাটারদের শীর্ষ র‍্যাঙ্কিংয়ে বদল হয়নি। আগের মতই ইংল্যান্ডের আদিল রশিদ ও ভারতের সূর্যকুমার যাদব আছেন শীর্ষে।

Comments

The Daily Star  | English

July frontliners dominate the Ducsu race

So far, nine panels have been announced for the 28 Ducsu posts.

9h ago