২০২৭ সালের ফিফা নারী বিশ্বকাপ হবে ব্রাজিলে

ব্রাজিলই দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দেশ, যেখানে প্রথমবার ফিফা নারী বিশ্বকাপ হবে। ফিফার কংগ্রেসে ভোটাভুটিতে ১১৯ ভোট পায় ব্রাজিল। বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানি পায় ৭৮ ভোট। 
Gianni Infantino

যৌথভাবে ২০২৭ ফিফা নারী বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে ছিলো বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানি। তাদেরকে হারিয়ে নারীদের দশম বিশ্বকাপের আয়োজনের সত্ত্ব জিতে নিয়েছে ব্রাজিল।

ব্রাজিলই দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দেশ, যেখানে প্রথমবার ফিফা নারী বিশ্বকাপ হবে। ফিফার কংগ্রেসে ভোটাভুটিতে ১১৯ ভোট পায় ব্রাজিল। বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানি পায় ৭৮ ভোট।  এই লড়াইয়ে ছিলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোও। তবে পরে লড়াই থেকে নিজেদের সরিয়ে নেয় তারা। তাদের এখন লক্ষ্য ২০৩১ সালের আসর আয়োজন করা। এর আগে ২০২৬ সালে ফিফা পুরুষ বিশ্বকাপেরও সহ-আয়োজক দেশ দুটি। 

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনাল্দো রদ্রিগেস এই লড়াইয়ে জিত ভীষণ উচ্ছ্বসিত, 'আমরা জানতাম বিজয় আসবে। অহংকার করে বলছি না, নিশ্চিতভাবেই আমরা সেরা বিশ্বকাপ উপহার দেব।'

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিও একই আশাবাদ ব্যক্ত করেন, 'আশা করছি এটি সব সময়ের সেরা নারী বিশ্বকাপ হবে।'

১৯৯১ সাল থেকে চলছে ফিফা নারী বিশ্বকাপ। গত আসরের যৌথ আয়োজক ছিলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যাতে চ্যাম্পিয়ন হয় স্পেন।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

1h ago