এপ্রিলে ৬৮৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৭০৮ জন: যাত্রী কল্যাণ সমিতি
এপ্রিল মাসে ৬৮৩টি সড়ক দুর্ঘটনায় ৭০৮ জন নিহত এবং ২৪২৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এপ্রিলে সড়ক, রেল ও নৌ-পথে ৭৩৩টি দুর্ঘটনায় ৭৬৩ জন নিহত হয়েছেন।
গতমাসে সবচেয়ে বেশি হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। দুর্ঘটনার ৪৪ দশমিক ৬৫ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনা। এ সময়ে ৩০৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩২৮ জন।
এপ্রিরে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে। বিভাগে ১৫৫টি সড়ক দুর্ঘটনায় ১৭৯ জন নিহত ও ৩০৫ জন আহত হয়েছেন।
আর সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশালে। ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪৯ জন শিশু এবং ১২৩ জন বিভিন্ন পরিবহনের চালক।
দুর্ঘটনা রোধে জরুরিভিত্তিতে মোটরসাইকেল ও ইজিবাইক আমদানি ও নিবন্ধন বন্ধ করা, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় অবাধে চলাচলের জন্য আলোকসজ্জার ব্যবস্থা করাসহ ১০টি সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি।
Comments