এপ্রিলে ৬৮৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৭০৮ জন: যাত্রী কল্যাণ সমিতি

৩০৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩২৮ জন।
ফাইল ছবি

এপ্রিল মাসে ৬৮৩টি সড়ক দুর্ঘটনায় ৭০৮ জন নিহত এবং ২৪২৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এপ্রিলে সড়ক, রেল ও নৌ-পথে ৭৩৩টি দুর্ঘটনায় ৭৬৩ জন নিহত হয়েছেন।

গতমাসে সবচেয়ে বেশি হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। দুর্ঘটনার ৪৪ দশমিক ৬৫ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনা। এ সময়ে ৩০৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩২৮ জন।

এপ্রিরে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে। বিভাগে ১৫৫টি সড়ক দুর্ঘটনায় ১৭৯ জন নিহত ও ৩০৫ জন আহত হয়েছেন।

আর সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশালে। ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪৯ জন শিশু এবং ১২৩ জন বিভিন্ন পরিবহনের চালক।

দুর্ঘটনা রোধে জরুরিভিত্তিতে মোটরসাইকেল ও ইজিবাইক আমদানি ও নিবন্ধন বন্ধ করা, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় অবাধে চলাচলের জন্য আলোকসজ্জার ব্যবস্থা করাসহ ১০টি সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি।

Comments

The Daily Star  | English

Police didn't follow int'l standards while using lethal weapons: IGP

Police failed to adhere to the standards in home, which they have maintained during their UN missions, Mainul Islam said

4h ago