‘দলের চাওয়াতেই উইকেট বানানো হয়’

জিম্বাবুয়ের বিপক্ষে কঠিন উইকেটে খেলা রেশ থেকেই নাকি এখনো সংগ্রাম করছেন ব্যাটাররা। তবে এই ব্যাখ্যা মানতে রাজী নন বিসিবি পরিচালক ও এইচপি প্রধান নাঈমুর রহমান দুর্জয়।
Najmul Hossain Shanto & Naimur Rahman Durjoy

যুক্তরাষ্ট্রের সঙ্গে হারের পর পুরস্কার বিতরণী আয়োজনে নাজমুল হোসেন শান্তর বলা একটা কথা নিয়ে বেশ আলোচনা চলছে। ব্যাটারদের রান না পাওয়া নিয়ে বাংলাদেশ অধিনায়ক দেশে যা বলে গেছেন, সেটাই শুনিয়েছেন হারের পর। জিম্বাবুয়ের বিপক্ষে কঠিন উইকেটে খেলা রেশ থেকেই নাকি এখনো সংগ্রাম করছেন ব্যাটাররা। তবে এই ব্যাখ্যা মানতে রাজী নন বিসিবি পরিচালক ও এইচপি প্রধান নাঈমুর রহমান দুর্জয়।

মঙ্গলবার রাতে হিউস্টনে যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আগে ব্যাট করে স্রেফ ১৫৩ রান করে সামলাতে পারেনি। ৩ বল আগেই ম্যাচ জিতে যায় স্বাগতিক দল।

এই ম্যাচেও ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার। লিটন দাস ১৫ বলে ১৪, সৌম্য সরকার ১৩  বলে ২০, নাজমুল হোসেন শান্ত করেন ১১ বলে ৩ রান। তাওহিদ হৃদয় ফিফটি করলেও খুব আগ্রাসী হতে পারেননি। রান পাননি সাকিব আল হাসান।

ম্যাচ শেষে শান্ত বলেন, 'আমার মনে হয় জিম্বাবুয়ে সিরিজে আমরা ভালো উইকেটে খেলিনি, ব্যাটাররা তাই এখানেও খুবই সংগ্রাম করেছে। কিন্তু সবই মানসিকতার ব্যাপার, আশা করছি ব্যাটাররা ছন্দ ফিরে পাবে।'

বুধবার এইচপির খেলোয়াড়দের সঙ্গে নির্বাচকদের পরিচয় করিয়ে দেওয়ার আয়োজন শেষে গণমাধ্যমে কথা বলেন সাবেক অধিনায়ক দুর্জয়। শান্তর মন্তব্য প্রসঙ্গে কড়া উত্তর দেন তিনি,  'যদি কোনো রকম মন্থর উইকেট বানিয়েও থাকি, সেটা কিন্তু দলের চাওয়াতেই করা হয়। যদি আমরা সে প্রশ্নটা করি যে তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশ গেলে, তাহলে দেশে আমরা উইকেট যেভাবে বানিয়ে দিই, সবাই হোম কন্ডিশনের একটা সুবিধা নেয়। দলের চাওয়া থেকেই কিন্তু সেটা করা হয়; কোন উইকেট দিলে দল পারফর্ম করতে পারবে, সে চাহিদাটা কিন্তু টিম থেকেই আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না।' 

তিনি বলেন, 'জাতীয় দলটা তো পারফর্ম করার জায়গা, সেখানে আমি উইকেট নিয়ে দোহাই দিলে এগুলো কিন্তু গ্রহণযোগ্য না। কারণ, পারফর্ম করতে গিয়েছিল, আমরা জাতীয় দলে খেলছি । জাতীয় দল ওখানে যে পরিস্থিতিই হোক, পারফর্ম করতে হবে।'

আইসিসি সহযোগি সদস্য দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে হেরে যাওয়া মানতে পারছেন না প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও। তিনি জানান দলের পারফরম্যান্সে তারা চিন্তিত,  'যেকোনো হারই কষ্টের ব্যাপার এবং এখানে আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতির মধ্য দিয়েই আমরা যাচ্ছি। নিশ্চয়ই এটা হতাশার, এখানে কোনো সন্দেহ নেই। একটা দুটা বিচ্ছিন্ন পারফরম্যান্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরম্যান্স ভালো হয়, প্রতিটা বিভাগে যেটা আশা করা হচ্ছিল, সেটা হচ্ছে না। আমার মনে হয় দুশ্চিন্তার কারণটা একটু বেশি।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago