বিশ্বকাপে ব্যাকআপ ৬, আছেন মিরাজ-বিজয়

বিশ্বকাপ স্কোয়াডের মূল পনেরোজনের সঙ্গে আরও দুজনকে বাংলাদেশ নিয়ে গেছে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। তাদের পাশাপাশি আরও ছয়জন খেলোয়াড়কে বাছাই করে রেখেছেন নির্বাচকেরা। যাদের সুযোগ আসবে মূল দলের কেউ ইনজুরিতে পড়লে। কার জন্য কাকে বিকল্প হিসেবে রেখেছেন, সেটাও জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

এই ছয়জনের মধ্যে আছেন এনামুল হক বিজয়। লিটন দাস চোটে পড়লে তার জায়গায় বদলি খেলোয়াড় হিসেবে ভাবা হচ্ছে বিজয়কে। বদলি খেলোয়াড়ের জন্য আরও এক ওপেনারকে বাছাই করে রেখেছে নির্বাচক কমিটি। তিনি হচ্ছেন তরুণ বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। উইকেটকিপার জাকের আলী অনিক চোটে পড়লে ডাক আসবে নুরুল হাসান সোহানের। শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিপু বাকি যে তিনজনের নাম জানিয়েছেন তারা হলেন- মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।

বাছাইকৃত ছয়জনকে রাখা হয়েছে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। যেখানে অনুশীলন লাল বলে শুরু হলেও বিশ্বকাপের ব্যাকআপদের জন্য রাখা হয়েছে সাদা বলের প্রস্তুতি। মিরাজ-বিজয়দের সঙ্গেই সাদা বলে প্রস্তুতি চালিয়ে যাবেন সৈয়দ খালেদ আহমেদও। শুরু থেকে সাইফউদ্দিন থাকতে পারবেন না বলে তার জায়গায় খালেদের কথা চিন্তা করা হয়েছে। আগামীকাল থেকে শুরু হওয়া টাইগার্স প্রোগ্রাম থেকে সাইফউদ্দিন ছুটি নিয়েছেন ১০ জুন পর্যন্ত। তার স্ত্রী অসুস্থ ও সন্তানসম্ভবা৷

ডানহাতি এই পেস অলরাউন্ডারের সঙ্গে ক্যাম্পের শুরু থেকে থাকবেন না নাসুম আহমেদও। তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। বাঁহাতি এই স্পিনারের দেখভাল করবে বিসিবির চিকিৎসা বিভাগ। এরপর ১ জুন থেকে সিলেট পর্বে তিনি বাংলাদেশ টাইগার্সের সদস্যদের সঙ্গে যোগ দিতে পারবেন বলে মনে করছেন প্রধান নির্বাচক। যে ২১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে, সেখানে আছেন মুশফিকুর রহিমও।

বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago