মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। ওই নৌকায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল।

আজ রোববার সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকা ডুবে যায়।

মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুপুর সোয়া ১টায় ইউএনও নিশাত তামান্না ডেইলি স্টারকে বলেন, 'নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়েছে। তবে নিখোঁজের তথ্য না থাকায় আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ আছে।'

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় রিমাল।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবনে পানি বেড়েছে ২ ফিটের বেশি। সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, প্রবল জোয়ারের পানিতে সুন্দরবন প্লাবিত হয়েছে। আরও পানি উঠতে পারে কারন জোয়ার এখনো চলছে ।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

13m ago