বাংলাদেশের রেটিং কমাল ফিচ
আবারও বাংলাদেশের রেটিং কমিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ রেটিংস।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার ফিচ বাংলাদেশের রেটিং 'বিবি মাইনাস' থেকে 'বি প্লাস' এ নামিয়ে এনেছে।
ফিচ বলেছে, বাহ্যিক বিষয়গুলো ক্রমাগত দুর্বল প্রতিফলন দেখাচ্ছে, যা সাম্প্রতিক নীতি সংস্কার সত্ত্বেও চ্যালেঞ্জিং হতে পারে। ফলে বাংলাদেশের জন্য বাহ্যিক বিষয়গুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
Comments