‘অজুহাত ভাবতে পারেন, তবে আমরা ভালো উইকেটে কমই খেলি’

Najmul Hossain Shanto
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের সবচেয়ে চিন্তার জায়গা ব্যাটিং। ব্যাটারদের রান না পাওয়া, টি-টোয়েন্টির আবহের সঙ্গে বেমানান মন্থর খেলার ধরণ তৈরি করেছে অনেক প্রশ্ন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর সেসব প্রশ্ন হয়েছে আরও বড়। তবে নিজেদের আড়ষ্ট ব্যাটিংয়ের পেছনে দেশের মাঠে ভালো উইকেটে না খেলার প্রসঙ্গ টেনেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর শান্ত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ভালো উইকেটে না খেলার হাহাকার জানিয়েছিলেন। পরে দ্বিতীয় ম্যাচ হেরে তারা সিরিজও হারেন।

এবার বার্তা সংস্থা এএফপিতে প্রকাশিত তার একটি সাক্ষাৎকারেও উঠে এলো উইকেট প্রসঙ্গ। বাংলাদেশ অধিনায়ক বলছেন অজুহাতের মতন শোনালেও কথাটা সত্য, 'প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। কেউ কেউ অজুহাত মনে করতে পারেন তবে এটা বাস্তব যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলতে পারি।'

স্ট্রাইকরেটে উন্নতি আনতে হলে ভালো উইকেটে অন্তত এক-দুই বছর খেলার অভ্যাস জরুরি দেখেন শান্ত,  'ছয় মাসে কোন কিছু বদলানো কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক বা দুই বছর ধরে খেলি তাহলে স্ট্রাইকরেট উন্নতি হবে।'

ঘরের মাঠে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে যুক্তরাষ্ট্রে খেলতে যায় বাংলাদেশ দল। আইসিসি সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেখানে সিরিজ হেরে যায় ২-১ ব্যবধানে। দেশের ক্রিকেটের ভিত নাড়িয়ে দেওয়া যুক্তরাষ্ট্র সিরিজের আগে নেওয়া হয় এই সাক্ষাতকার। তাতে  শান্ত ছিলেন বেশ আশাবাদী, 'আমরা কিছু সিরিজ জিতেছি, বড় দলকেও হারিয়েছি। দলের আত্মবিশ্বাস ভালো আছে।'

'আমরা সম্প্রতি যেমন ম্যাচ খেললাম (জিম্বাবুয়ে সিরিজ), বিশ্বকাপেও যদি তেমন খেলি। সিদ্ধান্তগুলো ঠিকমতো নিতে পারি। আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারি তাহলে ভালো কিছু হওয়া সম্ভব।'

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago