আর্জেন্টিনার অলিম্পিক দলে খেলবেন আলভারেজ-ওতামেন্দি!

প্যারিস অলিম্পিকে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াকে পেতে আগ্রহ দেখিয়েছেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোচ হ্যাভিয়ার মাশচেরানো। আবার নিজ থেকে আগ্রহ দেখিয়েছেন অনেক খেলোয়াড়ই। তবে শেষ পর্যন্ত নিকোলাস ওতামেন্দি ও হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার অলিম্পিক দলের অংশ হয়ে প্যারিসে যাচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

অলিম্পিক গেমসের ফুটবল ইভেন্টে মূলত অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে। তবে বয়স সীমার বাইরেও তিন জন ফুটবলার অন্তর্ভুক্ত করতে পারে দলগুলো। সেই সুবিধা নিয়ে তিন সিনিয়র খেলোয়াড় চেয়েছেন মাশচেরানোও। অনেক খেলোয়াড়ে আগ্রহ থাকলেও ক্লাবের সঙ্গে আলোচনার উপর নির্ভর করে বিষয়টি।

নিজেদের প্রতিবেদনে টিওয়াইসি জানিয়েছে, নিজ নিজ ক্লাব যথাক্রমে ম্যানচেস্টার সিটি এবং বেনফিকার সঙ্গে আলোচনা করে ইতিবাচক সাড়া পেয়েছেন আলভারেজ ও ওতামেন্দি। এরমধ্যেই একটি চুক্তি হয়েছে তাদের মধ্যে। ফলে অলিম্পিকে দলে খেলার স্বপ্ন জোরালো হয় তাদের।

সংবাদে তারা আরও জানিয়েছে, ওতামেন্দির অলিম্পিক নিশ্চিত হওয়ায় কপাল পুড়েছে ক্রিস্টিয়ান কুতি রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো ও নাহুয়েল মলিনার। অলিম্পিকে খেলার আগ্রহ দেখিয়েছিলেন তারাও। বয়স সীমার বাইরে মাশচেরানো কেবল একজন ডিফেন্ডারকেই নিবেন বলে জানা গেছে।

তবে ২৩ বছরেরে চেয়ে বড় আরও একজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে পারবে আর্জেন্টিনা। অ্যাস্টন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্তিনেজ এই দলে যোগ দিতে ইচ্ছুক। কিন্তু ক্লাব থেকে এখনও অনুমোদন পাননি তিনি। এই আসরের আগে কোপা আমেরিকায় অংশ নিতে হবে তাকে।

এছাড়া চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও অলিম্পিক ইভেন্টে থাকার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। তবে তার বয়স ২৩ এর কম হওয়ায় এমনিতেই জায়গা পেতে পারেন স্কোয়াডে। চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন তিনি। কোপা আমেরিকার দলে থাকা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে চেলসি থেকে অনুমোদন পেলে তাকে স্কোয়াডে রাখবেন মাশচেরানো।

এদিকে, চারটি রিজার্ভ সহ ১৮ জনের চূড়ান্ত তালিকা আগামী ১ জুলাইয়ের মধ্যেই দিতে হবে মাশচেরানোকে। তখন চলবে কোপা আমেরিকার আসর। ২১ জুন থেকে আসরটি শুরু হয়ে চলবে ১৫ জুলাই পর্যন্ত। অন্যদিকে ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে অলিম্পিকের ফুটবল ইভেন্ট। 'বি' গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে মরক্কো, ইরাক এবং ইউক্রেন।

Comments

The Daily Star  | English

Trump says Indonesia to face 19% tariff under trade deal

This is significantly below the 32 percent level the president earlier threatened

1h ago