এমএলএসে মেসির নতুন রেকর্ড

প্রতিপক্ষ তিন খেলোয়াড়কে এড়িয়ে আড়াআড়ি জর্দি আলবাকে পাস দেন লিওনেল মেসি। বল পেয়ে মেসিকেই ফিরতি বল দিলেন এই স্প্যানিশ। এরপর এই আর্জেন্টাইনের ট্রেডমার্ক শট। গোলরক্ষক ঝাঁপিয়ে হাতে লাগালেও রক্ষা করতে পারেননি। এই গোলেই মেজর লিগ সকারে (এমএলএস) আরও একটি নতুন রেকর্ড গড়লেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে মেজর সকার লিগের ম্যাচে সেইন্ট লুইস সিটির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচের ২৫তম মিনিটে রেকর্ডগড়া এই গোলটি করেন মেসি। এমএলএসে এ নিয়ে ২৫ গোলে অবদান রাখেন তিনি। ১২ ম্যাচেই এই কীর্তি গড়েন তিনি। এই আসরে এতো দ্রুত ২৫ গোলে অবদান আর কেউ রাখতে পারেনি।

এমএলএসে ১২ ম্যাচে এখন পর্যন্ত ১টি গোল করেছেন মেসি। একই সঙ্গে ১৩ অ্যাসিস্ট রয়েছে তার। এর আগের রেকর্ডটি ছিল লসএঞ্জেলস এফসির কার্লোস ভালার। ২০১৯ মৌসুমে ১৬ ম্যাচ খেলে এই কীর্তি গড়েছিলেন তিনি। এই মৌসুমে তার চেয়ে চার ম্যাচ কম খেলেই সে রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। এক মৌসুমে ১২ গোলের পাশাপাশি ১২ অ্যাসিস্ট করা খেলোয়াড়ের তালিকায় মেসি চতুর্থ। 

তবে রেকর্ড গড়ার ম্যাচে অবশ্য জয় পায়নি মায়ামি। ম্যাচের ১৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ক্রিস্টোফার ডার্কিনের অসাধারণ ভলিতে এগিয়ে যায় সেইন্ট লুইস। ১০ মিনিট পর সমতা ফেরান মেসি। তবে মায়ামির সাবেক ফুটবলার ইন্ডিয়ানা ভেসিলেভের গোলে ফের এগিয়ে যায় সফরকারীরা।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির সেটআপে দলকে ফের সমতায় ফেরান লুইস সুয়ারেজ। তবে ৬৮তম মিনিটে এই উরুগুইয়ান ফরোয়ার্ডের আত্মঘাতী গোলে ফের পিছিয়ে পড়ে মায়ামি। তবে ৮৫তম মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে লক্ষ্যভেদ করে মায়ামির হার এড়ান আলবা।

এই ড্রয়ের পরও এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। ১৮ ম্যাচে ১০ জয় পাওয়া দলটির সংগ্রহ ৩৫ পয়েন্ট। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলেই দ্বিতীয় থাকা সিনসিনাতির পয়েন্ট ৩৩।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

49m ago