পাবিপ্রবিতে অটোমেশন পদ্ধতিতে ফল প্রকাশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অটোমেশন পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়েছে।

পাবিপ্রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার দুপুরে অ্যাকাডেমিক কাউন্সিলের ৫০তম সভা শেষে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফল অটোমেশন পদ্ধতিতে প্রকাশের উদ্বোধন করেন।

প্রাথমিক পর্যায়ে পদার্থবিজ্ঞান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ও লোক প্রশাসন বিভাগের ফলাফল অটোমেশন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। পর্যায়ক্রমে সব বিভাগের ফল অটোমেশন পদ্ধতিতে প্রকাশ করা হবে।

ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. খায়রুল আলম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ, ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো. হাবিবুল্লাহ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আমিরুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক আব্দুর রহিমসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago