নরসিংদীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে যুবকের গুলি

নরসিংদীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে যুবকের গুলি
ব্যবসায়ীকে লক্ষ্য করে যুবকের গুলি চালানোর দৃশ্য | ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

নরসিংদীর সদর উপজেলার ভেলানগর জেলখানা মোড় এলাকায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন এক যুবক। তবে কেউ গুলিবিদ্ধ বা আহত হননি।

অভিযোগ উঠেছে, চাঁদা না দেওয়ায় ওই যুবক গুলি চালিয়েছেন।

জেলখানা মোড় এলাকায় এনআরবিসি ব্যাংক ভবনের নিচ তলায় মেসার্স মোল্লা ট্রেডার্সের সামনে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গুলি চালানোর ঘটনা ঘটে।

গুলি ছোড়ার ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মেসার্স মোল্লা ট্রেডার্সের পরিচালক মুহিদ মোল্লা দাবি করেন, তাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল। তিনি বলেন, 'চিনিশপুর ইউনিয়নের কামাল ভূঁইয়ার ছেলে রবিউল ইসলাম রবি দীর্ঘ দিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় বিকেলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে গুলি চালায়।'

প্রসঙ্গত, কামাল ভূঁইয়ার ছেলে রবিউল ইসলাম রবি জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান ও কর্মী আশরাফুল ইসলাম হত্যা মামলার ৮ নম্বর আসামি।

মুহিদের ভাই মোহাম্মদ আলী বাবু বলেন, 'আমরা রবির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।'

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, 'রবিউল ইসলাম রবি জেলা ছাত্রদলের কর্মী। তবে বর্তমানে তার কোনো পদ নেই।'

ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো অভিযোগের ব্যাপারে কথা বলতে রবিউলকে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'তর্কতর্কির এক পর্যায়ে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আমি ভিডিও দেখেছি, ওই যুবককে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।'

Comments

The Daily Star  | English

BNP meets CA today to press for election roadmap

At its meeting with the chief adviser, the BNP will demand a specific roadmap to the election.

5h ago