আইসিটি খাতে ক্যাশলেস শর্তে ১৯ ব্যবসায় ৩ বছরের করছাড়

আইসিটি খাতে ৩ বছরের করছাড়

আইসিটি খাতে ক্যাশলেসের শর্তে বেশ কিছু ব্যবসায় কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছে সরকার।

আজ বৃহস্পতিবার আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব করেন।

প্রস্তাবনা অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের দেশে বা বিদেশে বসে এসব ব্যবসা পরিচালনা করলে আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে।

আগামী তিন বছরের জন্য এ কর ছাড় কার্যকর থাকবে। 

ব্যাবসাগুলো হলো-

১। এআই বেজড সল্যুশন
২। ব্লকচেইন বেজড সল্যুশন
৩। রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং
৪। সফটওয়্যার সেবা
৫। সাইবার নিরাপত্তা সেবা
৬। ডিজিটাল ডেটা বিশ্লেষণ ও ডেটা সায়েন্স
৭। মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
৮। সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন
৯। সফটওয়্যার টেস্ট ল্যাব 
১০। ওয়েব লিস্টিং এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট
১১। আইটি সহায়তা এবং সফটওয়্যার রক্ষণাবেক্ষণ
১২। জিআইএস
১৩। ডিজিটাল অ্যানিমেশন
১৪। ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন
১৫। ডিজিটাল ডেটা এন্ট্রি এবং প্রক্রিয়াকরণ
১৬। ই-লার্নিং প্ল্যাটফর্ম এবং ই-পাবলিকেশন
১৭। আইটি ফ্রিল্যান্সিং
১৮। কল সেন্টার
১৯। ডকুমেন্ট রূপান্তর, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং

Comments

The Daily Star  | English
govt to drop wilful defaulter tag

Govt to drop wilful defaulter tag

Amendments to Bank Company Act also propose smaller boards, reducing family control

12h ago