হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঠেকাতে চান বাইডেন

ইসরায়েল-লেবানন সীমান্তে বারবার সংঘাত দেখা দেওয়ায় অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ছবি: এএফপি
ইসরায়েল-লেবানন সীমান্তে বারবার সংঘাত দেখা দেওয়ায় অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ছবি: এএফপি

ইসরায়েল হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ৷ হাইফা শহরের ওপর হামলার হুমকির প্রেক্ষাপটে উত্তেজনা কমানোর লক্ষ্যে বিশেষ মার্কিন দূত মধ্যপ্রাচ্য সফর করছেন ৷

দক্ষিণে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ চালানোর পাশাপাশি উত্তরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গেও পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরায়েল ৷

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটজ এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন ৷ হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহর সাম্প্রতিকতম হুমকির প্রেক্ষাপটে ক্যাটজ হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে নতুন কৌশল অবলম্বনের সম্ভাবনার কথা উল্লেখ করেন ৷

ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ছবি: ডয়চে ভেলে
ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ছবি: ডয়চে ভেলে

পুরোদমে যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাবে এবং লেবাননের শোচনীয় পরাজয় ঘটবে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন ৷

মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তি উত্তেজনা এড়াতে জোরালো উদ্যোগ নিচ্ছে ৷

প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত অ্যামস হোখস্টাইন লেবানন সফর করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন৷ গত প্রায় আট মাস ধরে লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে হিজবুল্লাহ গোষ্ঠী গোলাগুলি চালানোর পর ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার উপর হামলার হুমকি দিচ্ছে৷ চীনা ও ভারতীয় প্রতিষ্ঠান সেই শহরের বন্দর পরিচালনা করে৷ গত সপ্তাহে লেবানন সীমান্তের অপর প্রান্ত থেকে বেশ কয়েকবার রকেট ও ড্রোন হামলা ঘটেছে৷ তার আগে ইসরায়েলের এক হামলায় হিজবুল্লাহর সবচেয়ে বড় কমান্ডারের মৃত্যু হয়েছিল৷ হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় অস্ত্রবিরতি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাবে৷

হিজবুল্লাহর রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি শহর। ছবি: ডয়চে ভেলে
হিজবুল্লাহর রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি শহর। ছবি: ডয়চে ভেলে

মার্কিন দূত অ্যামস হোখস্টাইন মঙ্গলবার বলেন, গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাইডেন মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়াতে বদ্ধপরিকর ৷ তিনি মঙ্গলবার লেবাননের সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন৷ হিজবুল্লাহর সহযোগী বলে পরিচিত সশস্ত্র আমাল বাহিনীর প্রধান ও সংসদের স্পিকার নাবি বারির সঙ্গেও আলোচনা করেন তিনি ৷ হোখস্টাইন হামাসের উদ্দেশ্যে গাজায় অস্ত্রবিরতির প্রস্তাব মেনে নেওয়ার ডাক দেন ৷ লেবাননের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তাকে বলেন, তার দেশ উত্তেজনা বাড়াতে চায় না ৷

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণে গাজার পাশাপাশি তারা উত্তরে লেবানন সীমান্তেও অভিযান চালাতে প্রস্তুত ৷ সরকারের পক্ষ থেকে সেই অভিযানের ছাড়পত্র ও প্রস্তুতিও সম্পূর্ণ হয়ে গেছে ৷ গাজায় মানবিক সাহায্য সরবরাহ সম্ভব করতে প্রতিদিন কিছু সময়ের জন্য বিরতির ঘোষণা করেছে ইসরায়েল ৷ কিন্তু হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে ৷ এমন পরিস্থিতিতে ইসরায়েলেও ক্ষোভ বাড়ছে ৷ মঙ্গলবার সন্ধ্যায় হাজারো মানুষ পার্লামেন্টের সামনে বিক্ষোভ দেখিয়েছেন ৷

লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েলী যুদ্ধবিমানের টহল। ছবি: ডয়চে ভেলে
লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েলী যুদ্ধবিমানের টহল। ছবি: ডয়চে ভেলে

তারা আগাম নির্বাচন ও জিম্মি মুক্তির লক্ষ্যে হামাসের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন ৷

রয়টার্স, এএফপি

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

4h ago