২০২১ সালে দেশে সর্বোচ্চ মৃত্যুর কারণ বায়ুদূষণ

ফাইল ফটো

বায়ুদূষণ বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বায়ুদূষণে মৃত্যুর হার উচ্চ রক্তচাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও তামাকের কারণে হওয়া মৃত্যুর হারকেও ছাড়িয়ে গেছে বলে নতুন এক গবেষণায় দেখা গেছে।

গতকাল প্রকাশিত স্টেট অব গ্লোবাল এয়ার রিপোর্টের পঞ্চম সংস্করণে দেখা গেছে, ২০২১ সালে বায়ুদূষণের কারণে বাংলাদেশে অন্তত দুই লাখ ৩৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে উচ্চ রক্তচাপের কারণে দুই লাখ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে এক লাখ ৩০ হাজার ৪০০ ও তামাকের কারণে এক লাখ ৩০ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে বায়ুদূষণের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা। বায়ুদূষণের কারণে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যু হারে ২০২১ সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছরের কম বয়সী প্রায় ১৯ হাজার শিশু বায়ুদূষণের কারণে মারা গেছে।

পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হারে শীর্ষে আছে ভারত (এক লাখ ৬৯ হাজার)। এরপর আছে নাইজেরিয়া (এক লাখ ১৪ হাজার), পাকিস্তান (৬৮ হাজার) ও ইথিওপিয়া (৩১ হাজার)।

প্রতিবেদনটি পর্যালোচনা করেছেন অধ্যাপক আবদুস সালাম। তিনি বলেন, 'গত ২০ বছরে আমরা বায়ুদূষণের বিষয়ে অনেক কথা বলেছি। কিন্তু যখন যথাযথ উদ্যোগ নেওয়ার বিষয়টি আসে, তখন আমরা খুব কমই পদক্ষেপ দেখতে পাই। এমনকি যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, প্রয়োজনের তুলনায় সেগুলো খুবই অপ্রতুল।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম আরও বলেন, গবেষণাটিতে অভ্যন্তরীণ ও বাহ্যিক—উভয় ধরনের দূষণের বিপদ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বায়ুদূষণের কারণে শিশুদের ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে।

২০২১ সালে বাংলাদেশে অকাল প্রসবের ৩৬ শতাংশ বায়ুদূষণ সংশ্লিষ্ট ছিল।

হেলথ ইফেক্ট ইনস্টিটিউটের (এইচইআই) হেড অব গ্লোবাল হেলথ পল্লবী পান্ত বলেছেন, বায়ুদূষণ অনেকভাবে শিশুদের স্বাস্থ্যকে প্রভাবিত করে। গর্ভাবস্থা থেকে শুরু করে পুরো শৈশবকাল পর্যন্ত শিশুর ওপর এর প্রভাব পড়ে। যার প্রভাবে শিশুদের অকাল জন্ম, হাঁপানিসহ শ্বাসতন্ত্র সংক্রান্ত সমস্যা দেখা দেয়।

গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণে দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে দূষিত অঞ্চল। এই অঞ্চলে মোট মৃত্যুর প্রায় ১৮ শতাংশের পেছনে দায়ী বায়ুদূষণ।

সংক্ষেপিত: ইংরেজিতে পুরো প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন Air pollution caused most deaths in 2021

Comments

The Daily Star  | English

Yunus inaugurates month-long programme on July uprising

The chief adviser said the annual observance aimed to prevent the reemergence of authoritarian rule in the country

1h ago