সংক্ষিপ্ত হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি, স্কুল-কলেজ খুলবে ২৬ জুন

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৩ জুন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। এই ছুটি ২ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।
ফাইল ছবি

শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুন বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুন খুলবে।

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৩ জুন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। এই ছুটি ২ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। এর মধ্যে এক সপ্তাহ ছুটি কমানোর সিদ্ধান্ত নিল সরকার।

এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার - দুই দিন সাপ্তাহিক ছুটি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে গত মে মাসে মাধ্যমিক পর্যায়ে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল।

Comments

The Daily Star  | English

South Africa choke as India win the T20 World Cup

South Africa failed to chase down 30 runs in the last five overs of the match as India clinched a thrilling victory by seven runs in the final of the T20 World Cup at Kensington Oval on Saturday to win their second T20 World Cup title.

7h ago