টানা পঞ্চম দিন ডিএসইতে সূচকের উত্থান

ব্লু-চিপ সূচক ডিএস৩০ আজ শূন্য দশমিক ১১ বেড়ে ১ হাজার ৮৭৭ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই, শেয়ারবাজার, শেয়ারের দরপতন,

টানা পঞ্চম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের উত্থান অব্যাহত আছে।

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে রেনাটা, বিএসআরএম স্টিল, বিএটি বাংলাদেশ, এমজেএল, গ্রামীণফোন, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, সি পার্ল, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, লাফার্জহোলসিম ও প্রাইম ব্যাংকের শেয়ারের দর উল্লেখযোগ্য বেড়েছে।

আজ দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক শূন্য ১ পয়েন্ট বা শূন্য ছয় শতাংশ বেড়ে ৫ হাজার ২৪৭ পয়েন্টে লেনদেন শেষ করে।

একইভাবে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে ১ হাজার ১৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ব্লু-চিপ সূচক ডিএস৩০ আজ শূন্য দশমিক ১১ বেড়ে ১ হাজার ৮৭৭ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

টার্নওভার ৭ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ৪৮৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২৩২টির দর কমেছে, বেড়েছে ১১১টির এবং ৫৫টির দর অপরিবর্তিত আছে।

Comments

The Daily Star  | English

BNP's meet with interim govt: Roadmap for polls sought

The party also places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt, removal of 'partisan judges'

6h ago